ডি গেয়ার 'বীর' হওয়ার দিন আজ

>
রাশিয়ার বিপক্ষে নতুন করে শুরু করতে পারবেন তো ডে গেয়া? ছবি: রয়টার্স
রাশিয়ার বিপক্ষে নতুন করে শুরু করতে পারবেন তো ডে গেয়া? ছবি: রয়টার্স

স্পেনের হয়ে বিশ্বকাপটা একদম ভালো যাচ্ছে না ডে গেয়ার। তবু ডে গেয়ার ওপরই ভরসা রাখছেন স্পেন কোচ

বিশ্বকাপটা মোটেও ভালো কাটছে না স্পেনের গোলরক্ষক ডেভিড ডি গেয়ার। গোটা মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডের গোলবারে দুর্দান্ত ডি গেয়া বিশ্বকাপে এসে খুব বাজে কিপিং করছেন। নিজেদের প্রথম ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোর আপাতনিরীহ একটা শটে হাত ফসকে গোল খেয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। কেবল পর্তুগালের বিপক্ষেই নয়, গোল হজম করেছেন মরক্কোর বিপক্ষেও। গ্রুপ পর্বে ফিফার পরিসংখ্যানই বলেছে, বিশ্বকাপের ‘সবচেয়ে বাজে’ গোলরক্ষক তিনি। তবে দ্বিতীয় পর্বে রাশিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্পেন কোচ ফার্নান্দো হিয়েরো তাঁর ওপর আস্থা হারাচ্ছেন না। তাঁর আশা এই ম্যাচে ডি গেয়া সবকিছু নতুন করে শুরু করবেন।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেও বিশ্বকাপে স্পেনের খেলা এখনো মন ভরাতে পারেনি। মরক্কোকে হারাতে পারেনি তারা। অনেক কষ্ট জয় এসেছে ইরানের বিপক্ষে। পর্তুগালের বিপক্ষে জেতা হয়নি রোনালদোর দুর্দান্ত এক ফ্রিকিকের গোলে। দলের বাজে পারফরম্যান্সের দায়ভার চাপছে ডি গেয়ার ওপরই। তাঁর পারফরম্যান্স নিয়ে এতটাই কাটাছেঁড়া চলছে যে দ্বিতীয় রাউন্ডে তাঁকে খেলানো হবে কি না, এ নিয়েও কথা উঠছে। হিয়েরো এ ব্যাপারে আশ্বস্তই করেছেন, ‘যদি চোটে পড়তে না হয়, তাহলে পুরো টুর্নামেন্টে ডি গেয়াই স্পেনের গোলরক্ষক হিসেবে থাকবে। আমার মতে রাশিয়ার সঙ্গে ও নতুন করে শুরু করবে।’
কোচের কথায় কি গা ঝাড়া দিয়ে উঠতে পারবেন ডি গেয়া? সমালোচনা ভুলিয়ে ‘বীর’ হওয়ার সুযোগ তো এটিই।