ফ্রান্স-উরুগুয়ে: রেকর্ড কী বলছে?

>
ফ্রান্স বনাম উরুগুয়ে ম্যাচে কে এগিয়ে? ছবি: রয়টার্স
ফ্রান্স বনাম উরুগুয়ে ম্যাচে কে এগিয়ে? ছবি: রয়টার্স

রেকর্ড আর পরিসংখ্যান বলছে, আজ ফ্রান্সের বিপক্ষে উরুগুয়ে একটু এগিয়ে। আসলেই কি তা-ই?

               

ম্যাচ

ফ্রান্স

উরুগুয়ে 

ড্র

মোট

বিশ্বকাপ

র‍্যাঙ্কিং

 

১৪

 

গোল

 

 

দুদলের সর্বশেষ পাঁচ ম্যাচে গোল হয়েছে মাত্র ১টি। ২০১৩ সালের প্রীতি ম্যাচে উরুগুয়ে ১-০ গোলে জেতার পর আজই দুই দলের প্রথম দেখা।

১৯৮৫ সালের পর উরুগুয়ের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে গোল পায়নি ফ্রান্স।

উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে টানা চার ম্যাচ জিতে। আজ জিতলেই ছুঁয়ে ফেলবে বিশ্বকাপে টানা জয়ের নিজেদের রেকর্ড। দুবার টানা পাঁচ ম্যাচ জিতেছে দুবারের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচেই জিতেছে উরুগুয়ে।

১৯৭৮ সালের পর বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলের কাছে হারেনি ফ্রান্স (ম্যাচ ৯, জয় ৫, ড্র ৪)।

খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপের ১৬ ম্যাচের মাত্র একটিতে হেরেছেন ফ্রান্সের দিদিয়ের দেশম (২০১৪ কোয়ার্টার ফাইনাল)।

কোয়ার্টার ফাইনাল * সপ্তমবার সেরা আটে উরুগুয়ে, ফ্রান্স সেরা আটে এই নিয়ে নবমবার। * আট বছর পর কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে, ফ্রান্স খেলবে টানা দ্বিতীয়বার।