স্বপ্নভঙ্গের জ্বালা টের পাচ্ছেন পাওলিনহো

বেলজিয়ামের বিপক্ষে এমন পরাজয় মানতে পারছেন না পাওলিনহো। ছবি: টুইটার
বেলজিয়ামের বিপক্ষে এমন পরাজয় মানতে পারছেন না পাওলিনহো। ছবি: টুইটার
>রাশিয়া বিশ্বকাপের শেষ আটে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ায় হতাশ ব্রাজিলের মিডফিল্ডার পাওলিনহো

ব্রাজিলিয়ান সমর্থকদের দীর্ঘশ্বাস, রাশিয়া বিশ্বকাপেও ‘হেক্সা’ জয়ের স্বপ্নই অধরাই থেকে গেল। গত বিশ্বকাপে তবু সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ব্রাজিল। এবার তো কোয়ার্টার ফাইনালেই বিদায়। এমন বিদায় মানতে পারছেন না ব্রাজিলের মিডফিল্ডার পাওলিনহো।

গত ব্রাজিল বিশ্বকাপে ‘সেলেসাও’রা ছিল পুরোপুরিই নেইমারের ওপর নির্ভরশীল। দলে এক নেইমার ছাড়া বড় তারকা বলতে কেউ ছিলেন না। সম্ভবত এ কারণেই সেমিফাইনালে তাঁর অনুপস্থিতি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছিল। জার্মানির বিপক্ষে ৭-১ গোলের লজ্জাজনক হারে সেবার বিদায় নিয়েছিল ব্রাজিল। কিন্তু এবার প্রেক্ষাপট পুরোপুরি আলাদা, তারকা খেলোয়াড়ের অভাব নেই। তবু ভাগ্য সহায় হয়নি ব্রাজিলের।

তাই গতবারের চেয়ে এবারের বিদায় যে মেনে নেওয়া বেশি কষ্টকর তা মানছেন পাওলিনহো, ‘আমার জন্য দুটো ম্যাচই মেনে নেওয়া কঠিন। তবে গতবারের চেয়ে এবারের হার মেনে নেওয়া বেশি কঠিন।’ তুমুল লড়াই করেও জয় না পাওয়ায় পাওলিনহো আরও বেশি হতাশ, ‘এটা সত্যিই হতাশাজনক। আমরা ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত লড়ে গিয়েছি।’

স্বপ্নভঙ্গ হওয়ায় সংবাদমাধ্যমের সামনে কষ্টটা লুকিয়ে রাখতে পারেননি ২৯ বছর বয়সী এই বার্সা মিডফিল্ডার, ‘বিশ্বকাপের জন্য আমি অনেক পরিশ্রম করেছিলাম। একটা টুর্নামেন্টের জন্য যা করা প্রয়োজন তা–ই করেছি। এটা একটা স্বপ্ন ছিল।’