এমন বিশ্বকাপ আগে দেখেনি কেউ

বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল খেলেছে ১১ টি সেমিফাইনাল। ফাইল ছবি
বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল খেলেছে ১১ টি সেমিফাইনাল। ফাইল ছবি
>ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি—এই দল চারটিই ২০ বারের আয়োজনে বিশ্বকাপ জিতেছে মোট ১৫ বার। বিশ্বকাপের ইতিহাসে প্রথম এই চার দলের কেউই সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। ৮৮ বছর পর রচিত হলো নতুন ইতিহাস

রাশিয়া এবার নতুন করেই লিখছে বিশ্বকাপের ইতিহাস। এটিই প্রথম বিশ্বকাপ, যেখানে শেষ চারে নেই ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও ইতালির মতো ফুটবল-শক্তি। জার্মানি এবার প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে, আর্জেন্টিনা উঠেছিল দ্বিতীয় রাউন্ডে, ব্রাজিল বাদ পড়ল শেষ আটে এসে। আর ইতালি? তারা তো রাশিয়াতে পা রাখারই সুযোগ পায়নি।

প্রতিটি দলই বিশ্বকাপে সফল। ব্রাজিল জিতেছে পাঁচটি বিশ্বকাপ, জার্মানি ও ইতালি চারটি করে। আর্জেন্টিনাও দুবার বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছে। হয়ে যাওয়া ২০ বিশ্বকাপের ১৫টিরই শিরোপাজয়ী তারা। কিন্তু এবার ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও ফ্রান্সকে দিয়ে অন্য রকম ইতিহাস লিখছে রাশিয়া বিশ্বকাপ।

জার্মানি সর্বাধিক ১৩ বার বিশ্বকাপের সেমিফাইনালে খেলে চারবার শিরোপা জিতেছে। ব্রাজিলের পাঁচ শিরোপা ১১ বার সেমিতে খেলেই। ইতালি ও আর্জেন্টিনা শেষ চারে পা রেখেছে যথাক্রমে ৮ ও ৫ বার করে।

আর্জেন্টিনা বিশ্বকাপে সেমিফাইনাল খেলছে ৫ বার। ফাইল ছবি
আর্জেন্টিনা বিশ্বকাপে সেমিফাইনাল খেলছে ৫ বার। ফাইল ছবি

১৯৩০ সালের বিশ্বকাপে এই চার দলের মধ্যে সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। পরের আসরে জার্মানি আর ইতালি সেমিফাইনাল খেলে। ইতালি চ্যাম্পিয়নও হয়। ব্রাজিল প্রথম সেমিফাইনালে ওঠে বিশ্বকাপের তৃতীয় আসরে। চার দলের তিন দলকে একই সঙ্গে সেমিফাইনালে খেলতে প্রথম দেখা গিয়েছিল ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে। সেই বিশ্বকাপে ফাইনালে ইতালিকে হারিয়ে ব্রাজিল হয়েছিল চ্যাম্পিয়ন। জার্মানিও উঠেছিল সেমিফাইনালে।

সর্বোচ্চ ১৩ বার সেমিফাইনাল খেলেছে জার্মানি। ফাইল ছবি
সর্বোচ্চ ১৩ বার সেমিফাইনাল খেলেছে জার্মানি। ফাইল ছবি

এরপর ১৯৭৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপে চার দলের তিন দল নিশ্চিত করেছিল সেমিফাইনাল। স্বাগতিক আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপ–সেমি নিশ্চিত করেছিল ব্রাজিল আর ইতালি। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি—এই তিন দলকে বিশ্বকাপের সেমিফাইনালে একই সঙ্গে দেখার জন্য ফুটবল বিশ্বকে অপেক্ষা করতে হয়েছে ৮৪ বছর। হ্যাঁ, গত বিশ্বকাপে এই তিন দল খেলেছিল বিশ্বকাপের সেমিফাইনাল।

এই চার দলকে নিয়ে আরও একটি মজার তথ্য দেওয়া যেতে পারে। এদের অন্তত দুই দল যেবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে, সেবার বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরতে পারেনি অন্য কোনো দল। শিরোপা জিতেছে তাদেরই কেউ।

আটবার সেমিফাইনাল খেলেছে ইতালি। ফাইল ছবি
আটবার সেমিফাইনাল খেলেছে ইতালি। ফাইল ছবি

বিশ্ব ফুটবলে এভাবেই আস্তে আস্তে আধিপত্যের হাতবদল হচ্ছে, ফুটবল মানেই এখন আর শুধু ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি আর জার্মানি নয়। এই অমোঘ সত্যিটাই যেন চোখের সামনে তুলে ধরছে এবারের বিশ্বকাপ!

বিশ্বকাপ

সেমিফাইনাল

   ১৯৩০

 

আর্জেন্টিনা

 

 

   ১৯৩৪

 

 

  জার্মানি

ইতালি

   ১৯৩৮

  ব্রাজিল

 

 

ইতালি

   ১৯৫০

ব্রাজিল

 

 

 

   ১৯৫৪

 

 

জার্মানি

 

   ১৯৫৮

ব্রাজিল

 

জার্মানি

 

   ১৯৬২

ব্রাজিল

 

 

 

   ১৯৬৬

 

 

জার্মানি

 

   ১৯৭০

ব্রাজিল

 

জার্মানি

ইতালি

   ১৯৭৪

ব্রাজিল

 

জার্মানি

 

   ১৯৭৮

ব্রাজিল

আর্জেন্টিনা

 

ইতালি

   ১৯৮২

 

 

জার্মানি

ইতালি

   ১৯৮৬

 

আর্জেন্টিনা

জার্মানি

 

   ১৯৯০

 

আর্জেন্টিনা

জার্মানি

ইতালি

   ১৯৯৪

ব্রাজিল

 

 

ইতালি

   ১৯৯৮

ব্রাজিল

 

 

 

   ২০০২

ব্রাজিল

 

জার্মানি

 

   ২০০৬

 

 

  জার্মানি

  ইতালি

   ২০১০

 

 

  জার্মানি

 

   ২০১৪

  ব্রাজিল

  আর্জেন্টিনা

  জার্মানি