তথ্যে তথ্যে ২০১৮ বিশ্বকাপ

>শেষ হয়ে গেল আরও একটি বিশ্বকাপ। ৩২ দিন আর ৬৪ ম্যাচ শেষে এক নজরে দেখে নিন এবারের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কিছু তথ্য

সংখ্যায় সংখ্যায় ২০১৮ বিশ্বকাপ

 

১৬৯টি গোল

২১৯টি হলুদ কার্ড

টি লাল কার্ড

১২ টি আত্মঘাতী গোল, আত্মঘাতী গোলের রেকর্ড

১৬: সবচেয়ে বেশি গোল বেলজিয়ামের

১১: সবচেয়ে বেশি গোল খেয়েছে পানামা

২৭: সবচেয়ে বেশি সেভ বেলজিয়ামের থিবো কোর্তোয়ার

৪৮৫: সবচেয়ে বেশি পাস দিয়েছেন স্পেনের সার্জিও রামোস

১২৩৫: সবচেয়ে বেশি পাসের ম্যাচ স্পেন-রাশিয়া

৪৯৬৫১: বিশ্বকাপে মোট পাসের সংখ্যা

২৭: গোলে সবচেয়ে বেশি শট নেইমারের

২১: সবচেয়ে বেশি ফাউল করেছেন ক্রোয়েশিয়ার আন্তে রেবিচ

২৮: সবচেয়ে বেশি ফাউলের শিকার বেলজিয়ামের এডেন হ্যাজার্ড

২২: এবার ২২টি গোল হয়েছে পেনাল্টি থেকে

২৯: মোট পেনাল্টি দেওয়া হয়েছে ২৯টি, ৭টি থেকে গোল হয়নি

১: গোলশূন্য ম্যাচ হয়েছে মাত্র একটি

৯: ৯০ মিনিট কিংবা এর পরে হওয়া গোলের সংখ্যা

৭৩: সেট পিস থেকে হওয়া গোলের সংখ্যা

২: বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক, ক্রিস্টিয়ানো রোনালদো ও হ্যারি কেইনের