সিলেটে টেস্ট খেলবে বাংলাদেশ

এবার সিলেটে সাদা পোশাকে দেখা যাবে বাংলাদেশকে। ছবি: প্রথম আলো
এবার সিলেটে সাদা পোশাকে দেখা যাবে বাংলাদেশকে। ছবি: প্রথম আলো
১৫ নভেম্বর পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগেই ১৬ অক্টোবর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে


পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয়দের আগেই ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে। আর এই সফরেই সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।

১৬ অক্টোবর ঢাকা পৌছে ১৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে জিম্বাবুয়ে। এক মাসের সফরে বাংলাদেশের সঙ্গে খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি টেস্ট ম্যাচের সিরিজ। সফরে একটি ওয়ানডে ও একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও আছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটিও হবে বন্দর নগরীতে। এর পরে সেখান থেকে সিলেট যাত্রা। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে সিলেটেই। এর পরে ঢাকায় হবে শেষ টেস্ট।


বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের সূচি


তারিখ


ম্যাচ


ভেন্যু


২১ অক্টোবর


প্রথম ওয়ানডে


শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা


২৪ অক্টোবর


দ্বিতীয় ওয়ানডে


জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম


২৬ অক্টোবর


তৃতীয় ওয়ানডে


জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম


৩-৭ নভেম্বর


প্রথম টেস্ট


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম


১১-১৫ নভেম্বর


দ্বিতীয় টেস্ট


শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা