তুরিনে রাজপ্রাসাদে রোনালদো

তুরিনে ঠিকানা বেছে নিলেন রোনালদো। ছবি: এএফপি
তুরিনে ঠিকানা বেছে নিলেন রোনালদো। ছবি: এএফপি
>জুভেন্টাসে খেলবেন আগামী পাঁচ মৌসুম। তুরিনে যে বাড়িটিতে থাকবেন রোনালদো, সেটি যেন এক রাজপ্রাসাদই।


আগামী পাঁচ বছরের জন্য ফুটবল মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর ঠিকানা জুভেন্টাস। নতুন মৌসুম শুরুর আগে ইতালিতে নিজের বসতভিটাও পেয়ে গেছেন পর্তুগিজ তারকা। তুরিনে রোনালদোর বাড়িটা রীতিমতো রাজপ্রাসাদের মতোই।

তুরিনের এই প্রাসাদের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও চার সন্তানকে নিয়ে বাস করবেন রোনালদো। জুভেন্টাসে নাম লেখানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরপরই কয়েকটি বাড়ি থেকে এটিকে বেছে নেন। আঁট সাট নিরাপত্তা ব্যবস্থায় ঘেরা এই বাড়িটি আধুনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল।

এই প্রাসাদোপম বাড়িটিই তুরিনে রোনালদো ও তাঁর পরিবারের ঠিকানা। ছবি: সংগৃহীত
এই প্রাসাদোপম বাড়িটিই তুরিনে রোনালদো ও তাঁর পরিবারের ঠিকানা। ছবি: সংগৃহীত

মাদ্রিদ থেকে নিজের ব্যক্তিগত জেট বিমানে তুরিনে পৌঁছান রোনালদো। সেখান থেকে সোজা তুরিনের বাড়িটিতে। একটা টিলার ওপরে অবস্থিত এই বাড়িতে আছে বিশাল বাগান, সুইমিং পুল ও জিমনেশিয়াম।
রোনালদোর বাড়ির পেছনের অংশটি সবচেয়ে আকর্ষণীয়। এখান দিয়ে বয়ে গেছে একটি নদী। বিশ্বখ্যাত অটোমোবাইল প্রতিষ্ঠান ফিয়াট ক্রাইসলারের প্রেসিডেন্ট জন এলকান তাঁর পড়শি।