বার্সেলোনায় ফিরে এসে নেইমার বললেন রিয়াল নিয়ে

পোকার খেলতে বার্সেলোনায় এসেছেন নেইমার। সঙ্গে আছেন পিকেও। ছবি: এএস
পোকার খেলতে বার্সেলোনায় এসেছেন নেইমার। সঙ্গে আছেন পিকেও। ছবি: এএস

বার্সেলোনায় ফিরে এলেন নেইমার! এই সেই বার্সেলোনা, যে ক্লাব দিয়েই তাঁর ইউরোপ-যাত্রা শুরু। যেখানে এক বছরে ট্রেবল জিতেছেন। যে ক্লাবে স্মরণীয় সব মুহূর্তের জন্ম দিয়ে তার চেয়েও স্মরণীয় বিদায় নিয়েছেন। স্মরণীয় এই অর্থে, বার্সা-সমর্থকেরা ভুলবে কী করে নেইমারের আকস্মিক বিদায়? সেই বার্সেলোনায় আবার ফিরে এলেন নেইমার। না, ক্লাবে নয়, শহরে।

পিএসজি তারকা বার্সেলোনায় এসেছেন অফুটবলীয় কারণে। এখানে পোকার খেলবেন তিনি। পোকারের পোকা নেইমার অবশ্য খেলবেন নিজের পকেট ভরতে নয়; এই টাকার পুরোটা যাবে দাতব্য কাজে। ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ইউরোপিয়ান পোকার ট্যুরসের পোকারস্টারসে নেইমারের সঙ্গে যোগ দিচ্ছেন আরও অনেক তারকা। জেরার্ড পিকের নিজের একটি টিম আছে, যারা খেলতে এসেছে পিকে-শাকিরা ফাউন্ডেশনের জন্য। নেইমারের দলের নাম নেইমার জুনিয়র টিম, সেখানে পিএসজির আর্জেন্টাইন ফুটবলার লো সোলসো তাঁর সঙ্গী। পোকারও দারুণ খেলেন নেইমার। এ বছর ব্রাজিলিয়ান সিরিজ ও পোকারে ২৮৮ জনের মধ্যে ষষ্ঠ হয়েছিলেন। নেইমারের পোষা কুকুরের নামও পোকার।

তবে পোকার খেলতে এলেও কি আর ফুটবল থেকে দূরে থাকা যায় একেবারেই? একফাঁকে বার্সেলোনার অনুশীলন মাঠে এসেছিলেন। সেখানে লুইস সুয়ারেজ আর ইভান রাকিতিচের সঙ্গে দেখা হয়েছে। মেসির সঙ্গে দেখা হয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি। এরই মধ্যে মুন্দো দেপোর্তিভোর মুখোমুখিও হয়েছিলেন।

কিছুদিন ধরে তাঁকে আর রিয়াল মাদ্রিদকে নিয়ে গুঞ্জন। রিয়াল মাদ্রিদই নাকি একদিন ঠিকানা হবে নেইমারের। ফ্লোরেন্তিনো পেরেজও আমন্ত্রণ জানিয়ে বসে আছেন প্রকাশ্যে। গোপনেও নাকি চেষ্টাচরিত্র চলছে। গোপন খবরের কতটুকু সত্যি, কতটুকু মিথ্যা, তা তো আর বলার উপায় নেই। তবে নেইমার এই দফায় এসে স্পষ্ট করে বলে গেলেন, রিয়ালে আসা হচ্ছে না তাঁর, ‘পিএসজির সঙ্গে এখনো আমার চুক্তি আছে। আমি সেখানেই থাকছি।’

কাল বাদে পরশু চ্যাম্পিয়নস লিগের ড্র। নিকট অতীতে বেশ কবারই একই গ্রুপে পড়েছে বার্সেলোনা ও পিএসজি। দুই মৌসুম আসে নকআউট পর্বেই তো নেইমারের সেই জাদুকরি খেলা, যা কাতারি মালিকদের নেইমারের পেছনে ২২২ মিলিয়ন ইউরো খরচ করতেও দুবার ভাবায়নি। এবারও তো দেখা হয়ে যেতে পারে বার্সেলোনা ও পিএসজির। কী হবে তখন? নেইমারের উত্তর, ‘এবার বার্সেলোনায় এসে প্রায় সবার সঙ্গে কথা বলেছি। এখনো আমরা অনেক ভালো বন্ধু। বার্সেলোনার খেলোয়াড়েরাও দারুণ। ওদের মুখোমুখি হওয়াটা আমি পছন্দ করব না। এটা খুব কঠিন হবে।’

নেইমার নেই। তবে বার্সেলোনায় এসেছেন ব্রাজিলের উঠতি তারকা আর্থার। তাঁর সম্পর্কে নেইমারের অভিমত, ‘ও দুর্দান্ত এক খেলোয়াড়। আমি নিশ্চিত, বার্সাকে ও সাধ্যমতো সবটুকুই দেবে।’