ট্রাম্প দেখলেন লাল কার্ড, দেখালেনও তাই

ট্রাম্পকে লাল কার্ড দেখাচ্ছেন ইনফান্তিনো। ছবি: টুইটার
ট্রাম্পকে লাল কার্ড দেখাচ্ছেন ইনফান্তিনো। ছবি: টুইটার
>ওভাল অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় ফুটবল নিয়ে বেশ মজার কিছু উক্তি করেন ট্রাম্প। ইনফান্তিনোও তাঁকে দেখিয়েছেন লাল কার্ড

বিশ্বব্যাপী দুই শর বেশি দেশে ফুটবল খেলা হয়। জাতিসংঘের চেয়ে ফিফার সদস্য সংখ্যা বেশি। এটি যে বিশ্বের জনপ্রিয়তম খেলা সে কথা প্রায় সবাই জানে। ‘প্রায়’—শব্দটা ব্যবহার করতে হচ্ছে কারণ বিষয়টি এখনো দু-একজনের কাছে অজানা! যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সাক্ষাতে ট্রাম্পের উক্তি, ‘ফুটবল বিশ্বের অন্যতম দ্রুত বর্ধমান খেলাগুলোর একটি।’

গণমাধ্যমকর্মীদের লাল কার্ড দেখাচ্ছেন ট্রাম্প। ছবি: টুইটার
গণমাধ্যমকর্মীদের লাল কার্ড দেখাচ্ছেন ট্রাম্প। ছবি: টুইটার

ওভাল অফিসে গতকাল ট্রাম্পের সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আয়োজন নিয়ে আলোচনা করেন ইনফান্তিনো। আট বছর পরের এই বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করবে। এ নিয়ে ফিফা সভাপতির সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে ট্রাম্প বলেন, ‘ফুটবল (সকার) অনেকটা পথ পেরিয়েছে। আপনারা বোধ হয় খেলাটিকে “ফুটবল” বলেন কিন্তু এখানে (যুক্তরাষ্ট্রে) আমরা “সকার” বলি। হয়তো একদিন নামটা পাল্টানো (সকার) হবে। ঠিক জানি না, দেখা যাক।’

ট্রাম্পকে এ সময় কিছু সৌজন্য উপহারও দেন ইনফান্তিনো। ফিফার একটি স্মারক জার্সি, রেফারিদের গাইড বই ছাড়াও আরেকটি উপহার ছিল বেশ চমকপ্রদ। এক তাড়া লাল ও হলুদ কার্ড। তা হস্তান্তরের সময় ইনফান্তিনো যেন ট্রাম্পের ফুটবল-ক্লাস নিলেন! ‘আপনি জেনে থাকবেন “সকার”-এ রেফারি থাকে। তাঁদের কাছে কার্ড থাকে—লাল ও হলুদ। হলুদ কার্ড সতর্কতামূলক, কিন্তু আপনি যখন কাউকে বের করে দিতে চাইবেন (ইনফান্তিনো এ সময় ট্রাম্পকে লাল কার্ড দেখান)...এটা কাজে লাগবে।’

ফিফা সভাপতির এই উপহার ট্রাম্প যে পছন্দ করেছেন তা বোঝা গেল পরবর্তী প্রতিক্রিয়ায়। ইনফান্তিনোর হাত থেকে লাল কার্ড নিয়ে তা দেখিয়ে দিলেন গণমাধ্যমকর্মীদের! এরপর ট্রাম্পের স্বগতোক্তি, ‘এটা খুব ভালো। বেশ পছন্দ হয়েছে। বেশ পছন্দ।’