ডাইভার তকমায় বিরক্ত নেইমার

সালভাদরের বিপক্ষে দারুণ খেলেছেন, আবার হলুদ কার্ডও দেখেছেন নেইমার। ছবি: রয়টার্স
সালভাদরের বিপক্ষে দারুণ খেলেছেন, আবার হলুদ কার্ডও দেখেছেন নেইমার। ছবি: রয়টার্স

প্রীতি ম্যাচ পর্বটা দারুণভাবেই সেরেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারানোর পর এল সালভাদরকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচেই পেনাল্টি থেকে গোল করেছেন নেইমার। ব্রাজিলের পক্ষে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে নিজেকে আরেকটু এগিয়ে নিলেন পিএসজি ফরোয়ার্ড। সেদিন সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন নেইমার।

সালভাদরের বিপক্ষে ম্যাচ শেষে নেইমার তবু আলোচনায় এসেছেন অন্য কারণে। কারণ সালভাদরের বিপক্ষে যে হলুদ কার্ড দেখেছেন ব্রাজিল অধিনায়ক, সেটি অবশ্যই ‘ডাইভ’ দেওয়ার জন্য! প্রথমার্ধের নির্ধারিত সময়ের এক মিনিট আগে সালভাদর ডিফেন্ডার ব্রায়ান টামাকাসকে ‘ড্রিবল’ করতে গিয়ে ডি বক্সে পড়ে যান নেইমার। প্রতিপক্ষ ডিফেন্ডারের সামান্য বাধাতেই মাটিতে পড়ে যাওয়ায় এবং রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টার কারণে হলুদ কার্ড দেখানো হয় ব্রাজিল ফরোয়ার্ডকে।

বিশ্বকাপে বারবার ডাইভ দেওয়ার কারণে সমালোচিত হয়েছিলেন নেইমার। এরপর থেকেই রেফারিরা নেইমারের ব্যাপারে অতিমাত্রায় সতর্ক। পেনাল্টি সীমানায় নেইমার পড়ে গেলে নিজের পক্ষে খুব কমই সিদ্ধান্ত পাচ্ছেন এই তারকা। এত দিন এ নিয়ে কথা না বললেও সালভাদর ম্যাচের রেফারি জেয়ার মারুফোকে ধুয়ে দিয়েছেন নেইমার। গ্লোবো স্পোর্তকে বলেছেন, ‘হলুদ কার্ড নিয়ে খেলা খুবই ঝামেলাপূর্ণ। এ ব্যক্তি ব্রাজিলের জাতীয় দলের ম্যাচ পরিচালনা করতে এসেছে, যেটা খুব বড় একটি সিদ্ধান্ত এবং এরপর তিনি এটা (নেইমারকে হলুদ কার্ড দেখানো) করলেন। আমার মনে হয় না এটা ঠিক ছিল। সে যদি পেনাল্টি দিতে না চায়, কোনো সমস্যা নেই। কিন্তু কার্ড দেওয়াটা অপ্রয়োজনীয় ছিল।’

এরপরই নিজের গায়ের সঙ্গে এঁটে যাওয়া ‘ডাইভার’ তকমাটা নিয়ে কথা বলেছেন নেইমার। এভাবে যে তাঁর বিপক্ষে বারবার ডাইভ দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে এ নিয়ে বিরক্ত নেইমার, ‘আমি জানি না এই পরিচিতি নিয়ে আমি কীভাবে চলব। এমন একটা পরিস্থিতি আমি কখনোই মেনে নেব না, এটা বন্ধ হওয়ার সময় এসেছে। কিন্তু এটা তো আমার হাতে নেই। আমি এ নিয়ে এখনো পর্যন্ত কিছু বলিনি, ফুটবল নিয়েই ব্যস্ত ছিলাম। এটা হচ্ছে অসম্মান করার চেষ্টা, শুধু আমাকে নয় আমার সতীর্থদেরও।’

হলুদ কার্ড বিতর্ক পেরিয়ে সেদিন মাঠে ঠিকই আলো ছড়িয়েছেন নেইমার। ডাইভ দিয়ে সুবিধা আদায় নয়, সুন্দর ফুটবল খেলাটাই যে তাঁর ইচ্ছা সেটাও জানিয়ে দিতে ভোলেননি পিএসজি ফরোয়ার্ড, ‘আমি এমন এক খেলোয়াড়, যখনই বল পাই, সামনে তাকাই। আমি কিছু খুঁজি। কিছু একটা করার চেষ্টা করি, গোলের সুযোগ সৃষ্টি করি। এটাই আমি অন্য খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমাদের (ব্রাজিল দল) আনন্দের সঙ্গে খেলতে হয়। হ্যাঁ, তিতে (কোচ) এটাই বলেছেন এবং আমিও এটা উপভোগ করতে চাই। কারণ, এখানে খেলা বেশ কঠিন। ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলা আমাদের সবার জন্য স্বপ্ন। আমরা তাই এ নিয়ে আবেগ ও ভালোবাসা দেখাতে চাই সব সময়।’