দিবালাকে জুভেন্টাস ছাড়ার পরামর্শ

রোনালদোর কারণেই জুভেন্টাসের প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না দিবালা? ছবি: টুইটার
রোনালদোর কারণেই জুভেন্টাসের প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না দিবালা? ছবি: টুইটার
>

জুভেন্টাসের প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় দিবালাকে দল ছাড়ার পরামর্শ পালের্মো সভাপতি মাউরিসিও জাম্প্রিনির।

জাতীয় দলে লিওনেল মেসি, ক্লাবে ক্রিস্টিয়ানো রোনালদো; সতীর্থ হিসেবে বর্তমান বিশ্বের সেরা দুই তারকার সঙ্গেই খেলার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। কিন্তু ভাগ্যে আর শিকে ছিঁড়ছে কোথায়! আর্জেন্টিনা কিংবা জুভেন্টাস কোনো দলেরই প্রথম একাদশে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারেননি দিবালা। জুভেন্টাসে জায়গা একটু শক্ত করতে পারলেও রোনালদো আসার পর সে স্থান নিয়েও সংকটে আছেন আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার। দিবালাকে তাই তাঁর পুরোনো গুরুর পরামর্শ—ইতালি ছাড়।

জুভেন্টাসে আসার আগে আরেক ইতালিয়ান দল পালের্মোতে খেলতেন দিবালা। সেখানকার বর্তমান সভাপতি মাউরিসিও জাম্প্রিনি বলেন, ‘আমার মনে হয় দিবালার জানুয়ারিতে দল ছাড়া ভালো হবে। কারণ দিবালা যতবার বেঞ্চে থেকে খেলা শুরুর করে, প্রতিবারই দলে তাঁর থেকে বড় কোনো তারকা থাকে।’

মাউরিসিও জাম্প্রিনি তাকে আর্জেন্টাইন দল কর্দোবা থেকে পালের্মোতে নিয়ে এসেছিলেন। দিবালার ক্যারিয়ারে এত দূর আসার পেছনে তাঁর হাতটাও কম নয়। জাম্প্রিনির উক্তি, ‘জানুয়ারিতে দল ছাড়লে সে স্পেনেই যাবে। কারণে এখানে সে মূল তারকা হয়ে খেলার সুযোগ পাচ্ছে না। কিন্তু স্পেনে গেলে সে যেমন নিয়মিত খেলার সুযোগ পাবে, তেমনি তাঁকে বেঞ্চ থেকেও শুরু করতে হবে না। আমি দুই বছর আগে দিবালাকে বলেছিলাম স্পেনে যেতে। যেখানে সে খেলার অনেক সুযোগ পাবে।’

জাম্প্রিনি আরও জানিয়েছেন, ‘দিবালার হাতে স্পেন ও ইংল্যান্ড থেকে ভালো ভালো অফার আছে। জুভেন্টাস দলে একসঙ্গে এত তারকা খেলানো মুশকিল।’ ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদ ও দিবালা নিয়ে অনেক গুজব ছড়িয়েছিল সংবাদমাধ্যমে। কে জানে, জানুয়ারিতে তা সত্যি হতে যাচ্ছে কিনা?