আর্জেন্টিনা দলের বিরুদ্ধে পাচারের অভিযোগ!

এ পণ্যগুলো দেশে আনার আগে জানায়নি আর্জেন্টিনা দল। সংগৃহীত ছবি
এ পণ্যগুলো দেশে আনার আগে জানায়নি আর্জেন্টিনা দল। সংগৃহীত ছবি

বিশ্বকাপের হতাশা কাটিয়ে ওঠা হয়নি এখনো। এক দশক ধরে দলকে টানা লিওনেল মেসিকে আগামী এক বছরে পাওয়া যাবে কি না, এ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল আর্জেন্টিনা। সে সফরটাও ঠিক তৃপ্তি দেয়নি। র‍্যাঙ্কিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা গুয়াতেমালাকে ৩-০ গোলে হারালেও কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র। এমন অবস্থায় বাড়তি ঝামেলা কে টানতে চায়?

উত্তর, আর্জেন্টিনা! কারণ, যুক্তরাষ্ট্র ফেরত আর্জেন্টিনা দলের বিরুদ্ধে পাচারের অভিযোগ উঠেছে। প্রীতি ম্যাচ পর্ব সেরে দলের মালপত্রের মধ্যে ২০ হাজার ডলারের অঘোষিত মালামাল পেয়েছে শুল্ক বিভাগ। এ মালামালগুলোর মধ্যে ইলেকট্রনিকস পণ্য, বাচ্চাদের খেলনা এবং বাদ্যযন্ত্র রয়েছে। এসব জিনিস আর্জেন্টিনায় আনার ক্ষেত্রে আগেই কাস্টমসকে জানাতে হয়। কিন্তু আর্জেন্টিনা দলের ঘোষিত মালামালে ২০ হাজার ডলারের সমমূল্যের এ পণ্যগুলোর কথা জানানো হয়নি।

আর্জেন্টিনার কর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারটি তারা এর মাঝেই আর্থিক দুর্নীতি হিসেবে পাবলিক প্রসিকিউটরের অফিসে জানিয়ে দিয়েছে। এখন আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও এসব পণ্যের ব্যাপারে কী করা হবে সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পাবলিক প্রসিকিউটরের।