ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড

এলিউড কিপশোগে। ছবি: এএফপি
এলিউড কিপশোগে। ছবি: এএফপি

ম্যারাথনে নয়া বিশ্ব রেকর্ড গড়লেন এলিউড কিপশোগে। বার্লিনে ২ ঘণ্টা ১ মিনিট ৩৯ সেকেন্ড দৌড়ে এই রেকর্ড গড়েন কেনিয়ার এই অলিম্পিক চ্যাম্পিয়ন। বার্লিন ম্যারাথন এক টুইট বার্তায় জানায়, একটি নতুন বিশ্ব রেকর্ড, যেটি অন্তত এক দশক ধরে মানুষ মনে রাখবে। 

কিপশোগের পরেই আরেক কেনিয়ানের নাম ডেনিশ কিমেট্টো। ২০১৪ সালে বার্লিন ম্যারাথনে তাঁর সময় ছিল ২ ঘণ্টা ২ মিনিট ৫৭ সেকেন্ড।
৩৩ বছরের কিপশোগে ১ মিনিটের ব্যবধানে আগের রেকর্ডটি ভাঙেন। জয়ের পরে তিনি বলেন, ‘আমি অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। এটি সত্যি কঠিন ছিল। তবে এমন দৌড়ানোর জন্য আমি প্রস্তুত ছিলাম। কেনিয়ায় কঠোর পরিশ্রম করেছি। নিজের কাজে ‘ফোকাস’ ছিলাম, যেটি আমাকে এ জয়ে অনেক সাহায্য করেছে।’