গোল না পাওয়া নিয়ে চিন্তিত ছিলেন রোনালদো

জুভেন্টাসের জার্সিতে প্রথম গোলের পর রোনালদো। ছবি: এএফপি
জুভেন্টাসের জার্সিতে প্রথম গোলের পর রোনালদো। ছবি: এএফপি

মাত্র তিন ম্যাচে গোল পাননি। অন্য কেউ হলে এ নিয়ে কেউ মাথা ঘামাত না। এই তো কদিন আগেই স্টোক সিটির সাইদো বেরাহিনো গোলখরা কাটল ৯১৩ দিন পর! কিন্তু যাঁকে নিয়ে কথা হচ্ছে, তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর ক্ষেত্রে ৩০০ মিনিট গোল না পাওয়াটাই বিরাট এক ঘটনা। বিশেষ করে এ মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায়, রোনালদোর দিকে বাড়তি নজর সবার। রোনালদো নিজেই স্বীকার করেছেন, গোল না পাওয়া নিয়ে একটু চাপে পড়ে গিয়েছিলেন।

ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি এ সপ্তাহে বলেছিলেন রোনালদোর গোল না পাওয়া তাঁকে ভাবাচ্ছে না। বরং ভবিষ্যদ্বাণী করেছিলেন, সাসসুয়েলোর বিপক্ষেই গোল পাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোচের আত্মবিশ্বাস রোনালদোকেও ছুঁয়ে গিয়েছে। তবু চিন্তা বাড়ছিল। শুধু গোল না করাই নয়। যেভাবে রিয়াল থেকে এসেছেন এবং এরপর নতুন ক্লাবে এসে তাঁর কথাবার্তা যে কিছুটা হলে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল। গতকাল সাসসুয়েলোর বিপক্ষে জোড়া গোলের পর রোনালদো নিজের স্বস্তি লুকাননি, ‘এটাই ফুটবল। তবে গুরুত্বপূর্ণ হলো দল জিতেছে। এটা ঠিক যে, রিয়াল মাদ্রিদ নিয়ে এত কথাবার্তার পর গোল না পাওয়ায় একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। এ সময়টায় আমাকে সহযোগিতা করার জন্য সতীর্থদের ধন্যবাদ। আমি জানতাম ভালোভাবেই পরিশ্রম করছি এবং এটা এক সময় না এক সময় হবেই (গোল)। আমি ইতালিয়ান ফুটবলের সঙ্গে ভালোই মানিয়ে নিচ্ছি।’

মিডিয়া সেটের সঙ্গে কথোপকথনে রোনালদো জানিয়েছেন, তাঁর গোলে দল জয় পাওয়াতেই তৃপ্তিটা বেড়েছে, ‘আমি খুব খুশি, আমরা বেশ ভালো শুরু করেছি মৌসুমের। সাসসুয়োলোর রক্ষণ খুব ভালো ছিল। কিন্তু আমরা খুব ভালো খেলেছি এবং জয় আমাদের প্রাপ্য ছিল। আমি খুব করে চাচ্ছিলাম প্রথম গোলটি। আমি খুশি অবশেষে জাল খুঁজে পেয়েছি।’

জুভেন্টাসও রোনালদোর গোল পাওয়াতে খুশি, আরও বেশি খুশি হচ্ছে গোলখরাটা এ সপ্তাহেই কেটেছে বলে। বুধবারই চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে। ইতালিয়ান লিগে গত সাত বছর রাজত্ব করা জুভেন্টাসের এবার মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ। এ কারণেই তো নিজেদের দলবদলের রেকর্ড ভেঙে ৩৩ বছরের রোনালদোকে ১০০ মিলিয়ন ইউরো খরচ করে দলে টেনেছে তারা। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও জানাচ্ছেন তিনি প্রস্তুত নতুন ক্লাবকে শিরোপা উপহার দিতে, ‘চ্যাম্পিয়নস লিগ আমার প্রিয় প্রতিযোগিতা। এটা খুব কঠিন গ্রুপ। আমরা জানি ভালো করতে পারব এবং জুভ সব সময় সেরা হওয়ার দিকেই মনোযোগ দেয়।’

বুধবার স্পেনে আবার দেখা যাবে রোনালদোকে। প্রথম ম্যাচ যে হচ্ছে ভ্যালেন্সিয়ার মাঠেই। জুভেন্টাসের অন্য গ্রুপসঙ্গীরা হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও ইয়ং বয়েজ।