রোনালদোর শুরু বিতর্কিত লাল কার্ডে

কেঁদেই ফেলেন রোনালদো। ছবি: এএফপি
কেঁদেই ফেলেন রোনালদো। ছবি: এএফপি
>চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের হয়ে নিজের প্রথম ম্যাচে লাল কার্ড দেখলেন রোনালদো। নিষিদ্ধ হতে পারেন অন্তত তিন ম্যাচের জন্য।

রোনালদোর ইতালি সফরটা কাটছে হতাশায়, দুঃখে, কষ্টে। টানা তিন ম্যাচ গোল পাননি। নিজেই স্বীকার করেছেন, গোল না পাওয়া নিয়ে একটু চাপে পড়ে গিয়েছিলেন। সেই চাপ কিছুটা কমতে না কমতে বিতর্কিত এক সিদ্ধান্তে মাঠ ছাড়তে হলো পর্তুগিজ সেনাকে। চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস-ভ্যালেন্সিয়ার প্রথম ম্যাচ। ২৯ মিনিটে ভ্যালেন্সিয়ার এক খেলোয়াড় পড়ে গিয়ে ভাবটা এমন করেন যেন রোনালদো তাঁকে ফেলে দিয়েছেন। রোনালদো গিয়ে ওই খেলোয়াড়ের চুলে হাত দিলে ঘটনা লাল কার্ড পর্যন্ত গড়ায়।

টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ভ্যালেন্সিয়ার ওই খেলোয়াড় স্রেফ অভিনয় করেছেন। ভিএআর থাকলে উল্টো ওই ডিফেন্ডারই নাটকের অপরাধে লাল কার্ড পেতেন হয়তো। এখানে বলে রাখা যেতে পারে, উয়েফা ভিএআর ব্যবহার করে না। ঘটনা আরও আছে—মাঠের রেফারি লাল কার্ড দিতে চাননি শুরুতে। গোল লাইনের পাশে থাকা সহকারী রেফারির মতামত নিয়ে রোনালদোকে লাল কার্ড দেখান রেফারি। ভেজা চোখে মাঠ ছাড়েন রিয়াল ছেড়ে জুভেন্টাসে আসা এই তারকা। ফিসফাস শোনা যাচ্ছে, তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রোনালদো! অথচ এই চ্যাম্পিয়নস লিগেই তাঁকে খুব বেশি দরকার জুভেন্টাসের।

ভিডিও লিঙ্ক: