মুশফিকের জায়গায় আজ মুমিনুল?

আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে থাকতে পারেন মুশফিকুর রহিম। খেলতে পারেন মুমিনুল হক।  ছবি: এএফপি
আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে থাকতে পারেন মুশফিকুর রহিম। খেলতে পারেন মুমিনুল হক। ছবি: এএফপি
>

পাঁজরের চোটে পড়া মুশফিকুর রহিমকে আজ আফগানিস্তানের বিপক্ষে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর বদলে প্রায় সাড়ে তিন বছর পর রঙিন পোশাকে দেশের হয়ে খেলতে নামতে পারেন মুমিনুল হক।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের আজকের ম্যাচে মুশফিকুর রহিমের না খেলার সম্ভাবনাই বেশি। গুরুত্বহীন এই ম্যাচে পাঁজরের চোটে পড়া মুশফিককে বিশ্রামে রেখে তাঁর বদলে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে মুমিনুল হককে। সুযোগ পেলে প্রায় সাড়ে তিন বছর পর দেশের হয়ে ওয়ানডে খেলতে নামবেন এই বাঁ হাতি ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ের ম্যাচে খুব সম্ভবত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ওয়ানডে-ইনিংসটি খেলেছেন মুশফিকুর রহিম। পাঁজরে চোট নিয়েই খেলেছেন। ১৫০ বলে ১৪৪ রান করে দারুণ জয়ে রেখেছেন সবচেয়ে বড় ভূমিকা। দারুণ ফর্মে থাকা বাংলাদেশের এই ‘ক্রাইসিস ম্যান’ যেন সুপার ফোরের বাকি ম্যাচগুলো সুস্থ হয়ে খেলতে পারেন সে জন্যই তাঁকে আজ বিশ্রাম দেওয়া হতে পারে।

তামিম ইকবাল আজ নেই। প্রথম ম্যাচেই কবজির চোটে শেষ হয়ে গেছে তাঁর এশিয়া কাপ। লঙ্কানদের বিপক্ষে হাতে প্লাস্টার নিয়েও এক হাতে ব্যাটিং করে মুশফিককে গুরুত্বপূর্ণ সঙ্গ দিয়েছেন। ‘বীর’ তামিমকে তাই আজ যথেষ্ট মিস করছে বাংলাদেশ দল। তাঁর বদলে আজ আরেক বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেনের ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে। গত নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে আরও একটি। মোস্তাফিজুর রহমানের জায়গায় দলে আসতে পারেন আরেক বাঁহাতি পেসার আবু হায়দার।