হঠাৎ সৌম্য-ইমরুলকে ডাকা কেন?

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। ফাইল ছবি
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। ফাইল ছবি
>এশিয়া কাপের দলে হঠাৎ করে সৌম্য ও ইমরুলকে ডাকার কারণ ব্যাখ্যা করেছেন দুবাইয়ে দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবাল-লিটন দাসের উদ্বোধনী জুটি ভেঙেছে ১ রানে। চোটে পড়ায় তামিম দেশে ফিরে আসায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইনিংস শুরু করার দায়িত্ব পড়ে লিটন ও নাজমুল হোসেনের কাঁধে। লিটন-নাজমুলের ওপেনিং জুটিতে আসে ১৫ রান। গতকাল ভারতের বিপক্ষেও ওপেনিং জুটিতে এসেছে ১৫ রান। উদ্বোধনী জুটি টানা ব্যর্থ হওয়ায় টুর্নামেন্টের মাঝপথেই আজ দুবাইয়ে উড়িয়ে নেওয়া হচ্ছে সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে।

হঠাৎ দুই ওপেনারকে উড়িয়ে নিয়ে যাওয়ার অর্থ, দলের বর্তমান দুই ওপেনারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। তবে এভাবে স্কোয়াডে খেলোয়াড় অন্তর্ভুক্তি দলের অস্থিতিশীলতার দিকেই ইঙ্গিত করে! এই দুজনকে হঠাৎ ডাকার কারণ ব্যাখ্যা করেছেন দুবাইয়ে দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

মূলত, লিটন ও নাজমুল হোসেনের ব্যর্থতার জন্যই দুজনকে ডাকা বলে জানিয়েছেন আকরাম, ‘তামিম ইনজুরিতে পড়ার কারণে ওপেনিংয়ে নড়বড়ে অবস্থা। দুটি ম্যাচে ওপেনিং ভালো পারফরম্যান্স পাইনি।’

কিন্তু তাই বলে একসঙ্গে একই পজিশনের দুজনকে তলব করা কেন? টিম ম্যানেজমেন্টের চাওয়া ছিল একজন ওপেনারের। ঝুঁকি এড়াতেই দুজনকে ডাকা বলে জানিয়েছেন আকরাম, ‘টিম ম্যানেজমেন্ট একজন ওপেনারের কথা বলেছে। আমরা ঝুঁকি না নিয়ে দুজন ওপেনারকে নিয়ে আসছি। টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডপ্রধানের সঙ্গে আলাপ–আলোচনা করে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে আনছি।’

কিন্তু প্রশ্নটা এসেই যায়—তামিমের ইনজুরিতে পড়ার পরে বর্তমান ১৫ সদস্যের দলে কি কোনো ব্যাকআপ খেলোয়াড় নেই, যাঁর ওপর রাখা যেতে পারে আস্থা? সে ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এই অধিনায়ক, ‘আমরা কিন্তু এসব বিষয় চিন্তা করেই একজন ব্যাকআপ খেলোয়াড় নিয়ে এসেছি। যাদের আমরা ব্যাকআপ হিসেবে নিয়ে এসেছি। ওরা ভালো খেলোয়াড়। ওদের দারুণ সুযোগ ছিল। লিটন ছিল, শান্ত ছিল। ওরা দুইটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। কিন্তু ওখানে ওরা রান করতে পারেনি। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের এমন পরিকল্পনা নিতে হয়েছে।’

সৌম্য ও ইমরুল দুবাইয়ে রওনা হচ্ছেন আজ সন্ধ্যায়। দেখা যাক তাঁরা কতটা দলের চাহিদা পূরণ করতে পারেন?