মোস্তাফিজের জীবনের 'সেরা মুহূর্ত'

আফগানদের বিপক্ষে শেষ ওভারে মোস্তাফিজের জাদুতেই জিতল বাংলাদেশ। ছবি: এএফপি
আফগানদের বিপক্ষে শেষ ওভারে মোস্তাফিজের জাদুতেই জিতল বাংলাদেশ। ছবি: এএফপি
>দারুণ এক ওভারে আফগানদের হারিয়ে দিলেন মোস্তাফিজুর রহমান। টুইট করে জানিয়েছেন, শেষ ওভারের ওই সময়গুলো তাঁর জীবনের সেরা মুহূর্ত

শেষ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ৮ রান। ৬ বলে ৮। বর্তমান ক্রিকেটে রীতিমতো মামুলি লক্ষ্য। মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সারা দেশের লাখো কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশার ভার নিজের কাঁধে বয়ে দেশকে বৈতরণি পার করলেন এই বাঁহাতি পেসার। আফগানদের স্তব্ধ করে দিয়ে জয়ের আনন্দে মাতল গোটা বাংলাদেশ। সহজ লক্ষ্যই আফগান ব্যাটসম্যানদের জন্য কঠিন বানিয়ে দেওয়া মোস্তাফিজ জানিয়েছেন আবুধাবির ওই শেষ ওভারের কয়েক মিনিট তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত।

এক টুইট বার্তায় বাংলাদেশের অন্যতম সেরা এই বোলিং ভরসা লিখেছেন, ক্রিকেট জীবনের অন্যতম সেরা এই মুহূর্তকে বর্ণনা করার মতো ভাষা তাঁর নাকি জানা নেই, ‘গতকাল ওটা ছিল আমার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। মুহূর্তটি বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। আমি সত্যিই উচ্ছ্বসিত আপনাদের সবার ভালোবাসা পেয়ে।’

আবুধাবির গরমে কাজটা মোটেও সহজ ছিল না মোস্তাফিজের জন্য। পায়ের পেশিতে টান ধরেছিল। নিজের বোলিং-অস্ত্রগুলোও ঠিকমতো ব্যবহার করতে পারছিলেন না। তারপরেও শেষ ওভারে ৪ রানের বেশি নিতে দেননি আফগানদের। ম্যাচ শেষে মোস্তাফিজকে নিয়ে নিজেদের উচ্ছ্বাস গোপন করেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি, ‘ম্যাচের শেষ দিকে মোস্তাফিজ ছিল রীতিমতো জাদুকর।’ মোস্তাফিজের প্রশংসা ঝরেছে গতকালকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ মাহমুদউল্লাহর কণ্ঠেও। মোস্তাফিজের শেষ ওভারের স্তুতি বর্ণনা করেছেন একটি বাক্যেরই, ‘এ যুগে ৬ বলে ৮ রান কোনো ব্যাপারই না।’

শেষ ওভারে কঠিনকে সম্ভব করা মোস্তাফিজ এবারের এশিয়া কাপে ৩ ম্যাচে ৪ উইকেট তুলে নিয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর সেমিফাইনালে পরিণত হওয়া পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে মোস্তাফিজ আবার জ্বলে উঠলেই প্রত্যাশা পূরণের পথে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ।