স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন শেহজাদ!

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন শেহজাদ। ছবি: এএফপি
স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন শেহজাদ। ছবি: এএফপি

আফগানিস্তানের এশিয়া কাপ-স্বপ্ন শেষ হয়ে গেছে গতকাল। সুপার ফোরে পাকিস্তানের পর বাংলাদেশের কাছেও হেরে গেছে আফগানরা। বাংলাদেশের দেওয়া ২৫০ রানের লক্ষ্য প্রায় ছুঁয়েই ফেলেছিল আফগানিস্তান। ইনিংস উদ্বোধনে নেমে ফিফটি করে দারুণ শুরু এনে দিয়েছিলেন দলটির উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। তবে সে ফিফটি নয়, ম্যাচের পর অন্য কারণে আলোচনায় শেহজাদ। আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে তাঁকে নাকি ইচ্ছাকৃতভাবে খারাপ খেলার প্রস্তাব দিয়েছে জুয়াড়িরা।

৫ অক্টোবর থেকে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া আফগান প্রিমিয়ার লিগে পাকতিয়া ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন শেহজাদ। প্রথম আসরেই বেশ আলোচনার জন্ম দিচ্ছে এ টুর্নামেন্ট। ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালামদের মতো তারকারা আলো ছড়াবেন শারজায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে। এশিয়া কাপ চলাকালে সে টুর্নামেন্টে ধীর গতিতে রান তোলার প্রস্তাব দেওয়া হয়েছে শেহজাদকে। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েই সেটি সরাসরি টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন শেহজাদ। আফগানিস্তান ম্যানেজমেন্টও সঙ্গে সঙ্গেই আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।

কাল দুবাইয়ে আইসিসি দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সর্বশেষ ১২ মাসে পাঁচজন অধিনায়ককে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছে জুয়াড়িরা। যার মধ্যে টেস্ট খেলুড়ে দেশেরই চারজন। এর মধ্যে একমাত্র পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদই গত বছর শ্রীলঙ্কা সিরিজে জুয়াড়িদের প্রস্তাব দেওয়ার বিষয়টি সর্বসমক্ষে প্রকাশ করেছেন।