'পাকিস্তান বাংলাদেশের চেয়ে ভালো দল'

পাকিস্তানকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রাখছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক সেলিম মালিক।
পাকিস্তানকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রাখছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক সেলিম মালিক।
>পাকিস্তানকে দুই ব্যাটসম্যানের দল মনে করেন সাবেক অধিনায়ক সেলিম মালিক। তিনি অবশ্য পাকিস্তানকে বাংলাদেশের চেয়ে ভালো দল মনে করেন।

সেলিম মালিক চিন্তিত পাকিস্তানের ব্যাটিং নিয়ে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন, পাকিস্তানের বর্তমান দলে ভরসা করার মতো ব্যাটসম্যান দুজনই—বাবর আজম ও শোয়েব মালিক। এই দুজনের বাইরে আর কাউকেই ভরসার জায়গায় রাখতে চান না তিনি। আগামীকালের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে তাঁর মন্তব্য, ‘পাকিস্তান বাংলাদেশের চেয়ে ভালো দল।’
পাকিস্তানি দৈনিক ‘দ্য ডন’–এর সঙ্গে এক সাক্ষাৎকারে মালিক জানিয়েছেন, বিপদের সময় হাল ধরার মতো খেলোয়াড় পাকিস্তানের এই দলটিতে নেই, ‘অতীতে পাকিস্তান ক্রিকেট দলে এমন অনেক খেলোয়াড় ছিলেন যাঁরা দলের বিপর্যয়ের মুখে শক্ত হাতে হাল ধরতেন। কিন্তু এই দলে তেমন কাউকে চোখে পড়ছে না।’
অধিনায়ক সরফরাজ আহমেদের সমালোচনা করেছেন মালিক, ‘আমার মনে হয় সরফরাজের অধিনায়কত্বে ঘাটতি আছে। তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তা ছাড়া ওর ৪ নম্বরে ব্যাট করা নিয়ে আমার আপত্তি আছে। আমি ওকে বলেও ছিলাম। আমার যুক্তিটা হচ্ছে, সরফরাজের মতো আক্রমণাত্মক মানসিকতার ব্যাটসম্যানের ওই জায়গায় ব্যাটিং করা উচিত নয়।’
আশি-নব্বইয়ের দশকে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটিংয়ে অন্যতম ভরসাই মনে করা হতো সেলিম মালিককে। ১৯৯৪ সালে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানকে। অন্যতম সফল এই অধিনায়ক ২০০০ সালে ম্যাচ গড়াপেটার দায়ে আজীবনের জন্য নিষিদ্ধ হন। ২০০৮ সালে লাহোরের একটি আদালত অবশ্য এক রায়ে তাঁর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে রায় দিয়েছিলেন।