শর্টের ২৩ ছক্কার বিরাট রেকর্ড, ভাঙলেন জানালার কাঁচ

ডাবল সেঞ্চুরির পর ডি’আর্চি শর্ট। ছবি: টুইটার
ডাবল সেঞ্চুরির পর ডি’আর্চি শর্ট। ছবি: টুইটার

নামটা বেশ মজার। বন্ধুরা সে সুযোগে ডাক নামটাও দিয়েছেন অমন। তবে কাল ডি’আর্চি শর্ট কিংবা শর্টি বিরাট কীর্তি গড়েছেন। লিস্ট ‘এ’তে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের রেকর্ড ভেঙেচুড়ে গুঁড়িয়ে দিয়েছেন। একটুর জন্য ভাঙতে পারেননি ৫০ ওভারের ম্যাচের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পক্ষে কাল ঝড় তুলেছিলেন শর্ট। ১৪৮ বলের ইনিংসে মেরেছেন ১৫টি চার। আর ছক্কা? উড়িয়ে সীমানা পার করাকে রীতিমতো শিল্পে রূপ দিয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ছক্কা মেরেছেন মোট ২৩টি! সব মিলিয়ে ২৫৭ রানের ইনিংসটি দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটা খেলেছেন শর্ট। ৫০ ওভারের ম্যাচে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। ২০০২ সালে কাউন্টিতে ২৬৮ রানের ইনিংস খেলা অ্যালিস্টার ব্রাউনের রেকর্ডটা আরেকটু হলে ভেঙে দিতেন ২৮ বছর বয়সী এই ওপেনার। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানের ইনিংস খেলা রোহিত শর্মা এই তালিকায় দ্বিতীয়। আন্তর্জাতিক ওয়ানডে লিস্ট ‘এ’ শ্রেণিভুক্ত।

ডি’আর্চি শর্টের ছক্কা বাজির সাক্ষী ওয়াকা গ্রাউন্ডে জানালার কাঁচ। স্টেডিয়ামটির কর্তৃপক্ষ ছবিটা টুইটারে পোস্ট করে মজা লিখেছে, ‘ডি’আর্চি শর্ট শহরে এলে কাচগুলোর আশা শেষ’। ছবি: টুইটার
ডি’আর্চি শর্টের ছক্কা বাজির সাক্ষী ওয়াকা গ্রাউন্ডে জানালার কাঁচ। স্টেডিয়ামটির কর্তৃপক্ষ ছবিটা টুইটারে পোস্ট করে মজা লিখেছে, ‘ডি’আর্চি শর্ট শহরে এলে কাচগুলোর আশা শেষ’। ছবি: টুইটার

৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন শর্ট। পরের ১০০ রান তোলার পথে তিনি রীতিমতো ঝড় বইয়ে দেন কুইন্সল্যান্ডের বোলারদের ওপর। এক শ থেকে দুই শ-র ঘরে পৌঁছেছেন যে মাত্র ৪৫ বলে। এরপর দুই শ থেকে আড়াই শ ছুঁয়েছেন মাত্র ১৬ বলে! তাঁর স্ট্রাইক রেট ১৭৩.৬৪। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ৩৮৭ রানের দলীয় ইনিংসে ৬৬.৪ শতাংশ রানই এসেছে তাঁর ব্যাট থেকে। ৪৬তম ওভারে আউট হওয়ার আগে ২৩ ছক্কায় একটি রেকর্ডও গড়েছেন অস্ট্রেলিয়ার হয়ে ৩ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ব্যাটসম্যান। ওয়ানডেতে যে কোনো পর্যায়ে (লিস্ট ‘এ’) এটি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ঘরোয়া ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ২৩ ছক্কা মেরেছিলেন নিউজিল্যান্ডের কলিন মানরো, তবে সেটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেট।

ওয়ানডেতে চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে ডাবল সেঞ্চুরি তুলে নিলেন শর্ট। এর আগে ডেন ডাঙ্ক, ফিলিপ হিউজেস ও ট্রাভিস হেড ডাবলের দেখা পেয়েছেন। তবে আন্তর্জাতিক ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির মুখ দেখেননি কোনো অস্ট্রেলিয়ান।