আজও কি পাকিস্তানকে গোলের বন্যায় ভাসিয়ে দেবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আজ থিম্পুতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। ছবি: বাফুফে
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আজ থিম্পুতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। ছবি: বাফুফে
ভুটানে চলমান অনূর্ধ্ব–১৮ সাফ ফুটবলে আজ সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


এএফসি অনূর্ধ্ব–১৬ বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার উৎসবের রেশ এখনো কাটেনি। এরই মাঝে সেই চ্যাম্পিয়ন মেয়েদের অধিকাংশই অনূর্ধ্ব–১৮ সাফ চ্যাম্পিয়নশিপে আজ মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

গত আগস্টে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের পর ভুটানে আজ আবারও সেই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব–১৫ দলের সেই মেয়েদের গায়েই এখন ‘১৮’–এর জার্সি। আজও পাকিস্তানকে গোলের বন্যায় ভাসিয়ে দেবে তারা।

বয়সভিত্তিক সাফের এই টুর্নামেন্ট এবারই প্রথম। ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আজ। গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও পাকিস্তান। প্রথম দিন নেপাল ১২-০ গোলে হারিয়েছে পাকিস্তানকে। তাই আজ পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। বয়সভিত্তিক ও সিনিয়র দল মিলিয়ে বাংলাদেশ কখনোই পাকিস্তানের কাছে হারেনি। আজও জয় নিয়ে মাঠ ছাড়তে চান বাংলাদেশের মেয়েরা। ভুটান থেকে টেলিফোনে দলের কোচ গোলাম রব্বানী ছোটন আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘প্রথম ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ঢাকায় যেভাবে খেলেছে, সেই স্বাভাবিক খেলাটা এখানেও আশা করি খেলবে মেয়েরা। পাকিস্তানকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ১৩ জন ফুটবলার রয়েছে অনূর্ধ্ব-১৮ দলে। সেই সঙ্গে রয়েছেন অভিজ্ঞ স্বপ্না, সানজিদা, মৌসুমী, কৃষ্ণা। গত সপ্তাহে ঢাকায় হওয়া এএফসির বাছাইপর্বে অপরাজিত বাংলাদেশ করেছিল ২৭ গোল। মেয়েরা এবার ভুটানেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর স্বপ্ন দেখছেন।