সন্ধ্যায় বাংলাদেশের গ্রুপসেরা হওয়ার লড়াই

আজ হাঁটতে বের হয়েছেন বাংলাদেশের মেয়েরা। ছবিঃ বাফুফে
আজ হাঁটতে বের হয়েছেন বাংলাদেশের মেয়েরা। ছবিঃ বাফুফে
>অনূর্ধ্ব–১৮ মেয়েদের ফুটবলে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। ফুরফুরে মেজাজেই আজ তাই বাংলাদেশের মেয়েরা অনূর্ধ্ব-১৮ সাফের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে খেলা।

গ্রুপের প্রথম ম্যাচে নেপাল ১২-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে। আজ বাংলাদেশের তাই নেপালের সঙ্গে ড্র করলেই চলবে। কিন্তু কোচ গোলাম রব্বানী ছোটন ড্র নয়, জয় নিয়েই মাঠ ছাড়তে চান, ‘নেপাল যথেষ্ট শক্তিশালী দল। ওদের খাটো করে দেখার সুযোগ নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের মেয়েরাও দুর্দান্ত ফুটবল খেলছে। আশা করি, কালও (আজ) জয় নিয়ে মাঠ ছাড়বে মেয়েরা।’

অনূর্ধ্ব-১৮ পর্যায়ে এবারই প্রথম নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। অবশ্য এর আগে বয়সভিত্তিক সব প্রতিযোগিতায় বাংলাদেশ জিতেছে। ২০১৭ সালে ঢাকায় অনূর্ধ্ব-১৫ সাফ টুর্নামেন্টে ৬-০ গোলে হারায় নেপালকে, এরপর একই টুর্নামেন্টে গত আগস্টে ভুটানে হারায় ৩-০ গোলে। এর আগে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ২০১৬ সালে কাজাখস্তানে নেপালকে হারায় ১৪-০ গোলে, নেপালে ২০১৫ সালে হারায় ১-০ গোলে।

অতীতের পরিসংখ্যানে অবশ্য আগ্রহী নন কোচ। মেয়েদের বর্তমান পারফরম্যান্সে ভীষণ খুশি ছোটন, ‘মার্জিয়া, সানজিদা, কৃষ্ণারা অনেক দিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিল। কিন্তু মাঠে ফিরে ওরা দুর্দান্ত খেলছে। ওদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে কালও (আজ) আমরাই জিতব।’

পাকিস্তানের বিপক্ষে ৭ গোল করে আলাদাভাবে নজর কেড়েছে নেপালি স্ট্রাইকার রেখা পাওদেল। তিনি হুমকি হতে পারেন বাংলাদেশের জন্য। কিন্তু বাংলাদেশের স্ট্রাইকাররাও কম নন। সিরাত জাহান স্বপ্না পাকিস্তানের বিপক্ষে করেছে ৭ গোল। আজও নিশ্চয়ই গোলের নেশায় মাঠে নামবে স্বপ্না।

বাংলাদেশ দলে আজ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বেশ কজন ফুটবলারের। কাল কোচ সেই আভাস দিলেন, ‘মারিয়া, মণিকারা টানা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ক্লান্ত ছিল। এ জন্য ওদের গত ম্যাচে বিশ্রাম দিয়েছিলাম। কাল ওরা মাঠে নামতে পারে।’