স্বপ্নপূরণের প্রথম সিঁড়িতে ফাহাদ

দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান। ফাইনাল ছবি
দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান। ফাইনাল ছবি
>জর্জিয়ায় বিশ্ব দাবা অলিম্পিয়াডে প্রথম আন্তর্জাতিক মাস্টার্স নর্ম (আইএম) পেয়েছেন ফাহাদ

স্বপ্নপূরণের প্রথম সিঁড়িতে পা রাখলেন দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান। জর্জিয়ায় অনুষ্ঠানরত বিশ্ব দাবা অলিম্পিয়াডে ফাহাদ তাঁর প্রথম আন্তর্জাতিক মাস্টার্স নর্ম (আইএম) পেয়েছেন। আন্তর্জাতিক মাস্টার হতে হলে তাঁকে আরও দুটি নর্ম করতে হবে।

গত মাসে চট্টগ্রামে সিজেকেএস গ্র্যান্ডমাস্টার দাবায় চ্যাম্পিয়ন হয়েও জিএম (গ্র্যান্ডমাস্টার) নর্ম পূরণ হয়নি নিয়মের মারপ্যাঁচে পড়ে। জর্জিয়ায় বিশ্ব দাবা অলিম্পিয়াডে ৯ খেলায় এরই মধ্যে সাড়ে ৫ পয়েন্ট পেয়েছেন ফাহাদ। পরশু নবম রাউন্ড শেষ হওয়ার পরই নিশ্চিত হয়েছে তাঁর আইএম নর্ম। এ বছরের জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ এবং প্রিমিয়ার লিগ থেকেই ফাহাদ পেয়ে যেতে পারেন প্রয়োজনীয় বাকি দুটি নর্ম।

পরশু উন্মুক্ত বিভাগে বাংলাদেশ পুরুষ দল শক্তিশালী স্পেনের কাছে হেরে গেছে ০.৫-৩. ৫ পয়েন্টে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানই শুধু আধা পয়েন্ট পেয়েছেন গ্র্যান্ডমাস্টার পেরেজ ক্যান্দিল্যারি ম্যানুয়েলের সঙ্গে। গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব হেরেছেন গ্র্যান্ডমাস্টার গুইজারো ডেভিডের কাছে, ফাহাদ গ্র্যান্ডমাস্টার বাজকুইস ইগারজা রেনিয়ারের কাছে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব গ্র্যান্ডমাস্টার আইবারা জেরেস হোসে কার্লোসের কাছে হেরেছেন। ৯ খেলায় বাংলাদেশ উন্মুক্ত দলের সংগ্রহ ১১ পয়েন্ট।

পরশু বাংলাদেশ মহিলা দল ২.৫-১. ৫ পয়েন্টে চিলিকে হারিয়েছে। নবম রাউন্ডে তনিমা পারভীন চিলির আবারকা গঞ্জালেস দামারিসকে, শারমিন সুলতানা শিরিন আন্তর্জাতিক মহিলা মাস্টার জোরকোয়েরো ক্যাবিলো ভ্যালেন্তিনাকে হারিয়েছেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ড্র করেছেন মোরালেস ফ্লোরেস মনসিরাতের সঙ্গে। আরেক আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা হেরে গেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার গোমেজ ব্যারেরা জাভিয়েরা বেলিনের কাছে। ৯ খেলায় বাংলাদেশ মহিলা দলেরও পয়েন্ট ১১।