নির্বাচন সামনে রেখে বিপিএল নিয়ে অনিশ্চয়তা

জাতীয় সংসদ নির্বাচনের তারিখের ওপর নির্ভর করছে কবে শুরু হবে বিপিএল।
জাতীয় সংসদ নির্বাচনের তারিখের ওপর নির্ভর করছে কবে শুরু হবে বিপিএল।
>

বিপিএল নিয়ে আবারও অনিশ্চয়তা। আগে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে ভেবে বিপিএলের সূচি নির্ধারণ করা হয় জানুয়ারিতে। নির্বাচন যদি ডিসেম্বরে না হয়ে জানুয়ারিতে গড়ায় বিপিএল আয়োজন সংশয়ের মধ্যে পড়ে যাবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রথমে হওয়ার কথা ছিল এই অক্টোবরে। জাতীয় সংসদ নির্বাচনের কথা ভেবে সূচি বদলে নেওয়া হয় জানুয়ারির ৪-৫ তারিখে। এখন সেটি নিয়েও অনিশ্চয়তা। নির্বাচন যদি ডিসেম্বরে না হয়ে জানুয়ারিতে গড়ায় তাহলে বিপিএল আদৌ হবে কি!
যেহেতু এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি, বিসিবি আশাবাদী নির্ধারিত তারিখেই বিপিএল অনুষ্ঠিত হবে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান ও বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিপিএল শুরুর তারিখ নিয়ে নিজেদের পরিকল্পনার কথাই আজ শোনালেন, ‘আমাদের সবার ধারণা, যদি ডিসেম্বরে কোনো এক সময়ে নির্বাচন হয় তাহলে জানুয়ারিতে বিপিএল শুরু করতে পারব। এখনো পর্যন্ত সেটাই জানি যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। সেটি হলে ৪ অথবা ৫ জানুয়ারি বিপিএল শুরু হবে। এখনো পর্যন্ত সরকারি কোনো ঘোষণা হয়নি যে কবে নির্বাচন হবে। যদি নির্বাচনের তারিখ পিছিয়ে যায় সে অনুযায়ী আমরাও বিপিএলে তারিখ ঘোষণা করব।’

যদি নির্বাচন ডিসেম্বরে না হয়, তাহলে বেশ বিপাকে পড়তে হবে বিসিবিকে। অক্টোবর থেকে ডিসেম্বর টানা তিন মাস ব্যস্ততা শেষে জানুয়ারি মাসটাই শুধু ফাঁকা। ৩ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে রওনা দেওয়ার কথা জাতীয় দলের। জানুয়ারিতে যদি বিপিএল না-ই হয়, তবে টুর্নামেন্ট আয়োজন সংশয়ে পড়ে যাবে। জালাল ইউনুসও মানছেন, নির্বাচন জানুয়ারিতে হলে তাঁদের জন্য টুর্নামেন্ট আয়োজন কঠিনই হয়ে যাবে, ‘আমরা একটা সময় সবাইকে জানিয়ে দিয়েছি। ফ্র্যাঞ্চাইজিরা সেই সময়কে সামনে রেখেই খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছে। চুক্তি করেছে। কিন্তু জাতীয় স্বার্থ তো আমাদের মেনে নিতে হবে। সেটি মেনেই বিপিএলের সঙ্গে সামঞ্জস্য করতে হবে। যদি নির্বাচন জানুয়ারিতে হয়, তখন কী করব এটা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আগের সূচি ধরে এগোচ্ছি আমরা।’