মুশফিক তাহলে চিটাগংয়ে?

গত বিপিএলে মুশফিক খেলেছেন রাজশাহীর হয়ে, এবার? প্রথম আলো ফাইল ছবি
গত বিপিএলে মুশফিক খেলেছেন রাজশাহীর হয়ে, এবার? প্রথম আলো ফাইল ছবি
>গত বিপিএলে মুশফিক ‘আইকন’ হিসেবে খেলেছেন রাজশাহী কিংসে। এবার বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানকে ছেড়ে দিয়েছে রাজশাহী। আগামী বছর তিনি কোন দলে খেলবেন, সেটি এখনো ঠিক হয়নি।

এবার বিপিএলের ‘আইকন’ কে কে বা তাঁরা কে কোন দলে খেলবেন, এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে ছয় ফ্র্যাঞ্চাইজি নিজেদের আইকন ঠিক করে ফেলেছে। সব ঠিক থাকলে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ আগের দলেই থাকছেন। নতুন ‘আইকন’ লিটন দাসকে নিয়েছে সিলেট সিক্সার্স, মোস্তাফিজুর রহমানকে নিয়েছে রাজশাহী কিংস। আইকনদের মধ্যে বাদ আছেন শুধু মুশফিকুর রহিম।

গত বিপিএলে মুশফিক আইকন হিসেবে খেলেছেন রাজশাহীর হয়ে। এবার বাংলাদেশ দলের এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যানকে ছেড়ে দিয়েছে রাজশাহী। আগামী বছর তিনি কোন দলে খেলবেন, সেটি এখনো ঠিক হয়নি। বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ জানালেন, চিটাগং ভাইকিংসে খেলার একটা সম্ভাবনা আছে মুশফিকের, ‘আপনারা জানেন, বেশির ভাগ আইকনকে সব ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফেলেছে। চিটাগং ভাইকিংস কাউকে নেয়নি। চিটাগংয়ে খেলার একটা সুযোগ আছে তাঁর। যদ্দূর জানি, চিটাগং চেষ্টা করছে মুশফিকের সঙ্গে যোগাযোগ করতে। তারা আগ্রহী তাঁকে পেতে।’

বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, বিপিএলে শীর্ষ তিন রান সংগ্রাহকের একজন তিনি । ২২ গজে মুশফিক মানেই নির্ভরতার প্রতীক। তবুও তাঁর দল পাওয়া নিয়ে কেন অনিশ্চয়তা? প্রশ্নটার উত্তর যেটাই হোক, জালাল বললেন, ‘মুশফিককে কোথাও না কোথাও দিয়ে দেওয়া উচিত। এই সমর্থনটা তাকে দিতে হবে।’

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান যে চিটাগংয়ের কথা বললেন, কদিন আগে বিপিএল থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরে অবশ্য তারা সিদ্ধান্ত বদলেছে। জালাল নিশ্চিত করেছেন, চিটাগংয়ের সমস্যাটা সমাধান হয়ে গেছে, ‘চিটাগং ভাইকিংসের সমস্যা কেটে গেছে। তারা নাম প্রত্যাহারের চিঠি দিয়েছিল। পরে আবার সিদ্ধান্ত বদলেছে। এ বছর তারা চালিয়ে যাবে, সেটা তারা জানিয়েও দিয়েছে। চারটি খেলোয়াড় ধরে রাখা নিয়েও চিঠি দিয়েছে।’