পাকিস্তানকে হতাশ করল পিৎজা আর টিভি সিরিজ!

অধিনায়ক হিসেবে দলের হার এড়িয়ে ফিরছেন পেইন। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
অধিনায়ক হিসেবে দলের হার এড়িয়ে ফিরছেন পেইন। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
>দুবাইয়ে পাকিস্তানকে রুখে দিয়েছে অস্ট্রেলিয়া। নবম উইকেট জুটিতে ১৩ ওভার খেলে দিন পার করে দিয়েছে অস্ট্রেলিয়া

দুবাই টেস্টে কেউ জেতেনি কাল। কিন্তু কাগজে-কলমের হিসাব বাদ দিলে জয়টা এক অর্থে পেয়েছে অস্ট্রেলিয়াই। নিশ্চিত হারের মুখেও দুবাইয়ের উইকেটে চতুর্থ ইনিংসে ১৪০ ওভার কাটিয়ে দিয়েছে তারা। একপর্যায়ে ৮ উইকেট হারিয়ে ফেলার পরেও ১২ ওভারেরও বেশি সময় বাকি ছিল ম্যাচের। কিন্তু নাথান লায়ন ও টিম পেইন ঠিকই ম্যাচ বাঁচিয়ে ফিরেছেন। লায়ন একাই খেলেছেন ৩৪ বল। অন্যপ্রান্তে অধিনায়ক পেইনও ইয়াসির শাহকে সামলেছেন দুবাইয়ের পঞ্চম দিনের উইকেটে। কীভাবে সম্ভব হলো এটা?

পিৎজা ও টিভি সিরিজের টোপ! ভুল পড়েননি, অস্ট্রেলীয় অধিনায়কই বলছেন, দিনের শেষ ১৩ ওভার টিকে থাকার জন্য নিজেদের জন্য পুরস্কার ঠিক করেছিলেন পেইন ও লায়ন। ম্যাচ ড্র করতে পারলেই খাবেন পিৎজা । সসে সঙ্গে দেখবেন দ্য ইনবিটিউইনারসের কয়েকটি পর্ব। সংবাদ সম্মেলনে ম্যাচের শেষ কয় ওভার কীভাবে কাটিয়েছেন এমন প্রশ্নের উত্তরে পেইন জানিয়েছেন ‘আমি আর উজ (উসমান) এ নিয়েই আসলে কথা বলছিলাম। আমরা দুজনই বেশ চাপে ছিলাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। উজের সঙ্গে যখন ব্যাট করছিলাম তখন ভালোই লাগছিল, কোনো চিন্তা হয়নি। ভালো একটা জুটি গড়ে উঠেছিল। কিন্তু উইকেট পড়তে শুরু করল এবং ওভারও কমে আসতে লাগল। নার্ভাস হতে শুরু করলাম।’

এ সময় চাপ কমাতে তাই ভিন্ন পন্থা অবলম্বন করতে হয়েছে লায়ন ও পেইনকে। দুজনেই ম্যাচের কথা ভুলে গেলেন। মাথায় আনলেন সম্পূর্ণ ভিন্ন চিন্তা, ‘লাইনো (লায়ন) ও আমি আসলে ভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। যেহেতু আমাদের দুজনের পরিবারই এখানে আমাদের সঙ্গে আসেনি। বাকিদের সবার পরিবারই আছে এখানে। আমরা তাই সিদ্ধান্ত নিলাম আজ রাতে টিম রুমে যাব আর দ্য ইনবিটিউইনারসের (ব্রিটিশ সিটকম) কয়েক অ্যাপিসোড দেখব একসঙ্গে। এ চিন্তাটাই লায়নকে টিকে থাকতে সাহায্য করছিল। সত্যি বলছি, আমিও ওর সঙ্গে যোগ দিলাম। তার মানে, আজ রাতে (গতকাল) দুজনে মিলে পিৎজা অর্ডার দেব, টিম রুমে যাব এবং দুজনে মিলে ইনবিটিউইনারস দেখব; এটাই আমাদের পুরস্কার (যদি ম্যাচ ড্র করতে পারি)। এ চিন্তাটাই শেষ ছয়-সাত ওভার কাটাতে সাহায্য করেছে।’

বুদ্ধিটা কাজে লেগেছে। সবাইকে চমকে দিয়ে হার এড়িয়েছে অস্ট্রেলিয়া। পেইনও তাই পিৎজা খেতে খেতে সিরিজ দেখে নিজেদের পুরস্কৃত করার চিন্তাটা মাথায় রেখেছেন, ‘হ্যাঁ, অবশ্যই (পিৎজা খাবেন ও সিরিজ দেখবেন)। টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর এমন কিছু লাইনোর জন্য খুবই ব্যতিক্রমী কিছু হবে, এটা নিশ্চিত।’