নেইমার ২০২২ বিশ্বকাপের সেরা খেলোয়াড়!

রাশিয়া বিশ্বকাপে তেমন ভালো খেলতে পারেননি নেইমার। ছবি: এএফপি
রাশিয়া বিশ্বকাপে তেমন ভালো খেলতে পারেননি নেইমার। ছবি: এএফপি
নেইমার ২০২২ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবেন বলে মনে করেন ব্রাজিলের সাবেক কোচ ভ্যান্ডারলি লুক্সেমবার্গো


২০২২ বিশ্বকাপ কাতারের মাঠে গড়াতে এখনো চার বছর বাকি। কিন্তু ভ্যান্ডারলি লুক্সেমবার্গোর তর সইল না। যেমনটা সহ্য হয়নি হোর্হে সাম্পাওলিরও। আর্জেন্টিনার সাবেক এই কোচ কদিন আগে কাতার বিশ্বকাপে সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে ঘোষণা করেছিলেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে। আর লুক্সেমবার্গো এবার বেছে নিলেন সেরা খেলোয়াড়। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক এ কোচের বিশ্বাস, ২০২২ বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ জিতবেন নেইমার।

এ বছর রাশিয়া বিশ্বকাপে তেমন একটা ভালো করতে পারেননি নেইমার। প্রশংসার চেয়ে সমালোচনাই কুড়িয়েছেন বেশি। বিশ্বকাপের আগে চোটে পড়েছিলেন। ধকলটা পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই মাঠে নেমে ‘ডাইভ’ দেওয়ার প্রবণতার জন্য সমালোচিত হন ব্রাজিলের এই ফরোয়ার্ড। বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তাঁর দল ব্রাজিলও। লুক্সেমবার্গোর বিশ্বাস, নিন্দুকদের এই সমালোচনার জবাব দিতেই ২০২২ বিশ্বকাপে ঘুরে দাঁড়াবেন নেইমার। ‘ওমনিস্পোর্ট’কে লুক্সেমবার্গো বলেন, ‘অবশ্যই এর (রাশিয়া বিশ্বকাপ) একটা প্রভাব থাকবে তাঁর ওপর। এখন আমি যা বলব তা নিয়ে নিশ্চিত থাকতে পারেন; নেইমার আগামী বিশ্বকাপের সেরা খেলোয়াড়।’

ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে হারের পর লুক্সেমবার্গোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ব্রাজিল। দুই বছর রোনালদো-রিভালদোদের দায়িত্ব পালন করেন তিনি। দেশের ঘরোয়া ফুটবলে পাঁচবার সিরি ‘আ’ জেতায় সেখানকার খেলোয়াড়দের মনস্তত্ত্ব ভালোই বোঝেন এই ব্রাজিলিয়ান। নেইমারের মনস্তত্ত্বটাও তাই ব্যাখ্যা করলেন ৬৬ বছর বয়সী এই কোচ, ‘সে বৈশ্বিক হাস্যরসের পাত্রে পরিণত হয়েছিল। হয়তো কখনো ভাবেনি তাঁর সঙ্গে এমন কিছু ঘটতে পারে। কিন্তু ঘটেছে সেটাই, যে কারও সঙ্গেই তা হতে পারে। পেলেও ভুগেছে। ১৯৭০ বিশ্বকাপের আগে সবাই বলেছিল সে ফুরিয়ে গেছে। নেইমারও একইভাবে এখন পরিণত। ইতিমধ্যেই তাঁর আচরণে কিছু পরিবর্তন এসেছে। ২০২২ বিশ্বকাপে তা আরও ভালো হবে।’

লুক্সেমবার্গো মনে করেন, রাশিয়া বিশ্বকাপের সমালোচনাটা ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজেই সৃষ্টি করেছেন। সে জন্যই তাঁকেই ফলাফলের মুখোমুখি হওয়া উচিত। লুক্সেমবার্গোর ভাষায়, ‘যা ঘটেছে তাঁর-ই সৃষ্টি করা। তাঁকেই ফলাফলের মুখোমুখি হতে হবে। বিশ্বকাপে সে যে পরিমাণ সমালোচনার মুখোমুখি হয়েছে তা হয়তো কল্পনাও করেনি। তাঁর দল ব্রাজিলও ছিটকে পড়ল। ব্যাপারটা তাঁকে মানসিকভাবে পরিপক্ব করেছে। তাঁর সঙ্গে কথা হয়েছে। এখন সে আর ছোটটি নেই, বেশ পরিণত। তাই আমার বিশ্বাস, আগামী বিশ্বকাপে সে অনেক ভালো করবে।’