ব্রাজিলের সেই এভারটন আবার ব্রাদার্সে

শেখ জামালের জার্সিতে এভারটন। সংগৃহীত ছবি
শেখ জামালের জার্সিতে এভারটন। সংগৃহীত ছবি
>আবারও ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে খেলতে দেখা যাবে ব্রাজিলিয়ান এভারটনকে। এবার কেবল এভারটনই নন, শেখ রাসেল ও বসুন্ধরা কিংসে খেলবেন আরও দুই উঁচুমানের ব্রাজিলীয় ফুটবলার

ঢাকার দর্শকেরা ভুলে যাননি এভারটনের পারফরম্যান্স। ২০১০-১১ মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। সেই এভারটনকেই এই মৌসুমে আবারও নিয়ে এসেছে গোপীবাগের ঐতিহ্যবাহী ক্লাবটি।
পুরো নাম এভারটন সুজা সান্তোস। ব্রাদার্সে খেলে আলোচনায় আসার পরের মৌসুমেই যোগ দিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। সেখানে অবশ্য খুব ভালো করতে পারেননি। এর পরে চলে যান মালদ্বীপে। সবশেষে খেলেছেন মালয়েশিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব সাবাহ এফএতে।

এরই মধ্যে ঢাকায় এসে ব্রাদার্সের সঙ্গে চুক্তির কাজ সেরে নিয়েছেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। ভিসা সমস্যা থাকায় আপাত দেশে ফিরে গেলেও ২০ তারিখের মধ্যেই আবার ঢাকা ফিরবেন বলে জানালেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান, ‘এভারটন বাংলাদেশে এসে সব পাকাপাকি করে গিয়েছে। ওর একটু ভিসা সমস্যা আছে। সমস্যা সমাধান করে চলতি মাসের ২০ তারিখের মধ্যেই ঢাকা চলে আসবে।’

এভারটন ছাড়াও আরও দুজন ব্রাজিলিয়ানকে দেখা যাবে নতুন মৌসুমে। শেখ রাসেলের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অ্যালেক্স রাফায়েল। আর নবাগত বসুন্ধরা কিংস উড়িয়ে এনেছেন মার্কোস ভিনিশিয়াস দ্য কোস্তা সোয়ারেস দ্য সিলভাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে দুজনের খেলোয়াড়ের জীবন বৃত্তান্তই বেশ ভারী।

রাসেলে নাম লেখানো ৩০ বছর বয়সী স্ট্রাইকার অ্যালেক্সের জন্ম সাও পাওলোতে। বাংলাদেশে আসার আগে খেলেছেন ভিয়েতনামের প্রিমিয়ার লিগের ক্লাব নাম ধিন এফসিতে। যদিও ভিয়েতনাম প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলেও নামের পাশে কোনো গোল নেই। এর আগে ২০১২ সালে খেলেছেন অস্ট্রিয়ান ক্লাব রেডবুল সালসবার্গে। সাদিও মানে ও নাবি কেইটাদের সাবেক ক্লাবের হয়ে ইউরোপা লিগে দুই ম্যাচ খেলারও অভিজ্ঞতা আছে শেখ রাসেলের এই ফুটবলারের। পরে জাপানের জে লিগ, থাই লিগসহ বেশ কয়েকটি লিগে খেলে এবার তিনি এসেছেন বাংলাদেশে। রাসেলের জার্সি গায়ে তোলার আগে রাফায়েল সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন থাইল্যান্ডে। সেখানে থাই প্রিমিয়ার লিগের ক্লাব উবন ইউএমটি ইউনাইটেডের জার্সিতে ৪০ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল।

অ্যালেক্সের চেয়ে খাতা কলমে কোনো অংশে কম নন বসুন্ধরায় নাম লেখানো ভিনিশিয়াস। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার শেষ দু মৌসুমে খেলেছেন থাইল্যান্ড লিগে। গত মৌসুমে থার্টিন এএফসির হয়ে ২৫ ম্যাচ খেলে করেছেন ১৩ গোল। বোঝাই যাচ্ছে গোলের রাস্তাটা ভালোই চেনা আছে ভিনিশিয়াসের।