আর্জেন্টিনার বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?

আক্রমণভাগে নেইমার ও মাঝমাঠে কাসেমিরোকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ছবি: টুইটার
আক্রমণভাগে নেইমার ও মাঝমাঠে কাসেমিরোকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ছবি: টুইটার
সৌদি আরবের জেদ্দায় আজ বাংলাদেশ সময় রাত ১২টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ?

জিভে জল আনা লড়াই? সে তো বটেই। শুধু নামেই প্রীতি ম্যাচ। কিন্তু মাঠের লড়াইয়ে থাকবে আগুনে ঝাঁঝ। ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া বলে কথা! ফুটবল উপাখ্যানের চিরন্তন দ্বৈরথগুলোর একটি—‘সুপার ক্ল্যাসিকো’। সৌদি আরবের জেদ্দায় আজ বাংলাদেশ সময় রাত ১২টায় চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ?

রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার টানা তিন ম্যাচ জিতেছে ব্রাজিল। এর মধ্যে সর্বশেষ ম্যাচটি তাঁরা জিতেছে সৌদি আরবের বিপক্ষে ২-০ ব্যবধানে। জিতলেও সেই ম্যাচে আশাব্যঞ্জক ফুটবল খেলতে পারেনি তিতের শিষ্যরা। লাতিন আমেরিকার বাইরে এ নিয়ে টানা দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। গত বছর মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল ‘সেলেসাও’রা। এ ম্যাচে তাই খুব স্বাভাবিকভাবেই প্রতিশোধস্পৃহা কাজ করবে নেইমারদের মধ্যে। তা কাজে লাগাতে ব্রাজিল কোচ সম্ভবত ৪-৩-৩ ফরমেশনে একাদশ সাজাবেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের বিপক্ষে এদেরসন গোলপোস্টে থাকলেও আজকের ম্যাচে তিনি থাকছেন না। গোলপোস্টে ‘প্রথম পছন্দ’ আলিসনকে ফিরিয়ে আনবেন তিতে। রক্ষণভাগে রাইটব্যাকে ফাবিনহোর জায়গায় ফিরতে পারেন দানিলো। সৌদি আরবের বিপক্ষে একই পজিশনে খেলেছিলেন ফাবিনহো। মার্কুইনহোস ও মিরান্ডাকে মাঝে রেখে লেফট ব্যাক পজিশনে ফিলিপে লুইস খেলাতে পারেন তিতে।

মাঝমাঠে তিতের সম্ভাব্য পছন্দ রেনাতো অগাস্তো, কাসেমিরো ও কুতিনহো। সৌদি আরবের বিপক্ষে কুতিনহো খেলেছেন আক্রমণভাগে। এই ম্যাচে বার্সেলোনা মিডফিল্ডারকে মাঝমাঠে নামিয়ে সামনে হয়তো রিচার্লিসনকে খেলানো হবে। এভারটনকে ফরোয়ার্ডকে জায়গা দিতে খুব স্বাভাবিকভাবেই দলে জায়গা হারাবেন ফ্রেড। আক্রমণভাগের ডান প্রান্তে খেলবেন রিচার্লিসন, মাঝে রবার্তো ফিরমিনো আর ডানে নেইমার। অর্থাৎ আগের ম্যাচে গোলদাতা গ্যাব্রিয়েল জেসুস আর্জেন্টিনার বিপক্ষে একাদশে সম্ভবত থাকছেন না।