আইসিসি ট্রফি ঢাকায়

>

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চার দিনের জন্য ঢাকায় এসেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ক্রিকেট-ভক্তদের জন্য ট্রফিটি প্রদর্শিত হয়। নাম নিবন্ধন করে ট্রফির সঙ্গে সেলফি তোলার এবং ভার্চ্যুয়াল ক্রিকেট খেলায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা। নিবন্ধন করতে শপিং মলে ক্রিকেট–ভক্তরা দীর্ঘ লাইন ধরেন। বুধবার সকালে ট্রফিটি ঢাকায় পৌঁছায়। আগামীকাল শুক্রবার ট্রফিটি সিলেটে নেওয়া হবে। ২০ অক্টোবর চট্টগ্রাম ভ্রমণ শেষে ট্রফিটি চলে যাবে। ছবিগুলো বৃহস্পতিবারের।

বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত যমুনা ফিউচার পার্কে প্রদর্শিত হবে আইসিসি ট্রফি।
বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত যমুনা ফিউচার পার্কে প্রদর্শিত হবে আইসিসি ট্রফি।
এই ট্রফি পেতেই সবগুলো ক্রিকেট দল ২০১৯ আইসিসি বিশ্বকাপে লড়বে।
এই ট্রফি পেতেই সবগুলো ক্রিকেট দল ২০১৯ আইসিসি বিশ্বকাপে লড়বে।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি দেখতে, ট্রফির সঙ্গে ছবি তুলতে ক্রিকেট–ভক্তদের ভিড়।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি দেখতে, ট্রফির সঙ্গে ছবি তুলতে ক্রিকেট–ভক্তদের ভিড়।
ট্রফির সঙ্গে ছবি তুলতে নিজের নাম নিবন্ধন করছে এক খুদে ক্রিকেটার।
ট্রফির সঙ্গে ছবি তুলতে নিজের নাম নিবন্ধন করছে এক খুদে ক্রিকেটার।
ট্রফির সঙ্গে সেলফি তুলছেন এক দম্পতি।
ট্রফির সঙ্গে সেলফি তুলছেন এক দম্পতি।
ভার্চ্যুয়াল ক্রিকেট খেলায় মেতেছেন এক দর্শনার্থী।
ভার্চ্যুয়াল ক্রিকেট খেলায় মেতেছেন এক দর্শনার্থী।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি দেখতে বড়দের সঙ্গে এসেছে শিশুরাও।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি দেখতে বড়দের সঙ্গে এসেছে শিশুরাও।
ট্রফিটি চার দিন বাংলাদেশে থাকবে।
ট্রফিটি চার দিন বাংলাদেশে থাকবে।