রিয়ালের পরিকল্পনা বানচাল করতে মরিয়া চেলসি

এডেন হ্যাজার্ড। ছবি: টুইটার
এডেন হ্যাজার্ড। ছবি: টুইটার
>এডেন হ্যাজার্ড রিয়াল মাদ্রিদে যেতে চান। তাঁকে কেনার আগ্রহও দেখিয়েছে রিয়াল। কিন্তু চেলসি তাঁকে কোনোভাবেই বেচতে রাজি নয়। বেলজিয়াম তারকাকে ধরে রাখতে তাঁকে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় বানাতেও আপত্তি নেই চেলসির

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ইচ্ছাটা সরাসরি বলেছেন এডেন হ্যাজার্ড। একবার নয় বেশ কয়েকবার বলেছেন। রিয়ালও জানিয়েছে, আগামী দলবদলের বাজারে তাঁরা হ্যাজার্ডের ইচ্ছাপূরণের চেষ্টা করবে। এতে চেলসির টনক নড়েছে। দলের অন্যতম সেরা খেলোয়াড়কে তাঁরা কোনো অবস্থাতেই বেচতে রাজি নয়।

ইংলিশ প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ৮ ম্যাচে হ্যাজার্ডের গোলসংখ্যা ৭। সব প্রতিযোগিতা মিলিয়ে পরিসংখ্যানটা ১০ ম্যাচে ৮ গোল। শুধু এবার নয়, চেলসির জার্সিতে বরাবরই ধারাবাহিক বেলজিয়ামের ২৭ বছর বয়সী এ উইঙ্গার। রিয়ালের পরিকল্পনা বানচাল করে হ্যাজার্ডকে তাই ধরে রাখার প্রত্যয় জানালেন চেলসি চেয়ারম্যান ব্রুস বাক, ‘লন্ডন কিংবা দুনিয়াজোড়া চেলসির ভক্তরা হ্যাজার্ডকে ভালোবাসে। সে শুধু দারুণ একজন ফুটবলারও নয় অসাধারণ মানুষও। আমরা তাঁকে ধরে রাখতে চাই। এ জন্য যা করার সেটাই করা হবে।’

প্রশ্ন হলো কী করা হবে? হ্যাজার্ডকে ধরে রাখতে চেলসির পরিকল্পনাটা কি? বেলজিয়ান সংবাদমাধ্যম ‘এইচএলএন’ জানিয়েছে, হ্যাজার্ডকে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় বানানোর প্রস্তুতি নিচ্ছে চেলসি। অর্থাৎ তাঁর পারিশ্রমিক বাড়াবে ইংলিশ ক্লাবটি। ম্যানচেস্টার সিটি কেভিন ডি ব্রুইনা এ মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। মৌসুম প্রতি তাঁর পারিশ্রমিক ১৫ মিলিয়ন ইউরো। সংবাদমাধ্যম জানিয়েছে, হ্যাজার্ডের মৌসুম প্রতি পারিশ্রমিক ১৮ মিলিয়ন ইউরো করার প্রস্তুতি নিচ্ছে চেলসি।

স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে হ্যাজার্ডের মৌসুম প্রতি বর্তমান পারিশ্রমিক ১৩.৫ মিলিয়ন ইউরো। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২০ সালে। রিয়াল তাঁকে মৌসুম শেষে দলবদলের বাজারেই উড়িয়ে নিতে পারে। শঙ্কা আছে বলেই হ্যাজার্ডের এজেন্টকে চেলসি জানিয়েছে, তাঁরা চুক্তি নবায়নে আগ্রহী।