বিসিবি বনাম জিম্বাবুয়ে একাদশের পূর্ণ স্কোরকার্ড দেখুন

বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ১৭৮ রানে অলআউট হয়েছে তারা। ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ ওভারেই জয় তুলে নিয়েছে বিসিবি একাদশ। সর্বশেষ স্কোর পেতে চোখ রাখুন এখানে।

>

বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ১৭৮ রানে অলআউট হয়েছে তারা। ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ ওভারেই জয় তুলে নিয়েছে বিসিবি একাদশ। সর্বশেষ স্কোর পেতে চোখ রাখুন এখানে।

বিসিবি একাদশ বনাম জিম্বাবুয়ে একাদশ

প্রস্তুতি ম্যাচ, বিকেএসপি

টস: জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে ইনিংস

রান

বল

মাসাকাদজা ব ইবাদত

১০২

১০৯

১৪

আরভিন ক জাকির ব ইবাদত

টেলর এলবিডব্লু সাইফউদ্দিন

উইলিয়ামস ক মোসাদ্দেক ব ইবাদত

রাজা এলবিডব্লু মোহর

১৩

মুর ক সাইফউদ্দিন ব ইমরান

১৭

চিগুম্বুরা ব সাইফউদ্দিন

৪৭

৮৩

মুসাকান্দা ক আফিফ ব ইবাদত

মাভুতা এলবিডব্লু ইবাদত

তিরিপানো ব সাইফউদ্দিন

ডব্লু মাসাকাদজা অপরাজিত

অতিরিক্ত (নো ১, ও ৪)

 

 

 

মোট (৪৫.২ ওভার, অলআউট)

১৭৮

 

 

 

উইকেট পতন: ১-৭ (আরভিন ২.৫ ওভার), ২-১৪ (টেলর, ৩.৬ ওভার), ৩-১৫ (উইলিয়ামস, ৬.৩ ওভার), ৪-২৮ (রাজা, ৯.৫ ওভার), ৫-৪৭ (মুর, ১৫.৬ ওভার), ৬-১৭১ (চিগুম্বুরা, ৪৩.৬ ওভার), ৭-১৭৫ (মুসাকান্দা, ৪৪.৩ ওভার), ৮-১৭৫ (মাভুতা, ৪৪.৪ ওভার), ৯-১৭৬ (মাসাদাকজা, ৪৪.৬ ওভার), ১০-১৭৮ (তিরিপানো, ৪৫.২ ওভার)

বোলিং: ইবাদত ৯-৩-১৯-৫, সাইফউদ্দিন ৭.২-০-৩২-৩, মোহর ৪-১-১৮-১, সৌম্য ৫-২-৯-০, ইমরান ৫-১-২৮-১, নাঈম হাসান ৮-০-৩২-০, আরিফুল ৩-১-১৪-০, মোসাদ্দেক ৩-০-১৩-০, আফিফ ১-০-১৩-০

বাংলাদেশ ইনিংস

রান

বল

মিজানুর রান আউট

২০

ফজলে ক মুসাকান্দা ব রাজা

১৩

৩৪

সৌম্য ব্যাটিং

১০২

১১৪

১৩

মোসাদ্দেক ব্যাটিং

৩৩

৪৮

অতিরিক্ত (লে বা ৬, ও ১০)

১৬

 

 

 

মোট (৩৯ ওভার, ২ উইকেট)

১৮১

 

 

 

 উইকেট পতন: ১-১১ (মিজানুর, ৫.৫ ওভার), ২-৫২ (ফজলে, ১৪.৪ ওভার)

বোলিং: জারভিস ৫-২-৯-০, চাতারা ৫-০-২৪-০, রাজা ৬-০-২১-১, এনগারাভা ৫-০-২৫-০, তিরিপানো ২–০–১৭–০,মাভুতা ৪–০–২৬–০, উইলিয়ামস ৪–০–২০–০, মিরে ২–০–১৬–০, নাইয়ুম্বু ৫–০–২৭–০, মাসাকাদজা ১–০–৬–০।

ফল: বিসিবি একাদশ ৮ উইকেটে জয়ী।