রোনালদোকে নিয়ে কান্নাকাটির কিছু নেই

ইসকো চোটে পড়ার পর থেকেই বাজে সময় কাটাচ্ছে রিয়াল। ছবি: রয়টার্স
ইসকো চোটে পড়ার পর থেকেই বাজে সময় কাটাচ্ছে রিয়াল। ছবি: রয়টার্স

রোনালদো এখন অতীত, রোনালদোকে নিয়ে ভাবার আর সময় নেই। কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্যই যেন এখন সংবাদ সম্মেলনে আগমন ঘটে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের। যতই না করা হোক না কেন, ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই সামনে এগিয়ে আসে। আর সামনে এগিয়ে আসবেই-না কেন? রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদের অবস্থাও তো দিন দিন খারাপের দিকে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে ইসকোকে সেই একই প্রশ্নের মুখোমুখি হতে হলো। রিয়াল মাদ্রিদ কার অভাব অনুভব করছে? উত্তর সোজাসাপ্টা, ‘আমি দানি কারভাহাল ও গ্যারেথ বেলকে মিস করছি। আর হ্যাঁ, আমরা ক্লাবের বাইরে সমাধান খুঁজতে পারব না, আমাদের ভেতর থেকেই সমাধান বের করতে হবে। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, আমরা এমন কোনো খেলোয়াড়ের জন্য কান্নাকাটি করতে পারি না যে আমাদের সঙ্গে আর নেই।’

কোচ লোপেতেগিকে প্রসঙ্গেও সোজাসাপটা জবাব দিয়েছেন ইসকো। কোচ পরিবর্তনের প্রসঙ্গ আসতেই ইসকো বলেন, ‘এটা একদম বোকামি হবে। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এটা শুধুমাত্র কোচের ব্যাপার নয়, আমাদের সকলের ব্যাপার। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করেই এই জায়গা থেকে উঠতে পারব।’

রিয়াল মাদ্রিদের এই অবস্থাতেও আশা হারানোর সুযোগ নেই ইসকোর কাছে। এখনো সামনে দৃষ্টি তাঁর, ‘এই বাজে সময়ে অজুহাত দেখানোর মতো কোনো কিছু আমার কাছে নেই। তবে এখনো সময় আছে, এবং আমরা সামনে এগিয়ে যেতে পারব। আমরা গত কয়েক বছরে চ্যাম্পিয়নস লিগ জিতেছি। এর থেকেও বাজে সময় এসেছে, এবং তা থেকে উঠে এসেছি। অনেকেই মনে করে আমরা শেষ কিন্তু সেখান থেকেও আমরা ফিরে এসেছি।’