ছেলেকে সঙ্গে নিয়েই জিতলেন মেসি

>চ্যাম্পিয়নস লিগে কাল ইন্টার মিলানের বিপক্ষে বার্সেলোনার ২-০ গোলে জয়ের ম্যাচে গ্যালারিতে ছিলেন লিওনেল মেসি


‘বাবা, তুমি কি গোল করার ওখানে যাচ্ছ?’— ন্যু ক্যাম্পে বার্সেলোনার ম্যাচ থাকলে লিওনেল মেসির জন্য এই প্রশ্ন অবধারিত। আর প্রশ্নটা করে থাকে ছয় বছর বয়সী থিয়াগো মেসি। কাল অবশ্য থিয়াগোকে প্রশ্নটা করতে হয়নি। বড় ছেলেকে নিয়েই ন্যু ক্যাম্পে গিয়েছিলেন মেসি। কিন্তু মাঠে নামেননি। আসলে নামতে পারেননি। ভাঙা হাত নিয়ে তো আর মাঠে নামা যায় না। গ্যালারিতে তাই বাবা-ছেলে পাশাপাশি বসে দেখেছেন বার্সেলোনার ম্যাচ।

লা লিগায় সেভিয়ার বিপক্ষে হাতে চোট পান মেসি। ডান হাতের হাড়ে চিড় ধরায় প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বার্সা তারকাকে। মাঠের বাইরে থেকেই সতীর্থদের উৎসাহ দিতে তাই গ্যালারিতে ছিলেন মেসি। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে বার্সাও জয় উপহার দিয়েছে আর্জেন্টাইন তারকাকে। সন্তানকে নিয়ে গ্যালারিতে বসে খেলা দেখা মেসির কয়েকটি মুহূর্ত তুলে ধরা হলো—

ন্যু ক্যাম্পের গ্যালারিতে থিয়াগোকে সঙ্গে নিয়ে মেসি। ছবি: রয়টার্স
ন্যু ক্যাম্পের গ্যালারিতে থিয়াগোকে সঙ্গে নিয়ে মেসি। ছবি: রয়টার্স
সতীর্থরা মাঠে লড়াই করছে। মেসির নিজেকে সংবরণ করতে নিশ্চয়ই কষ্ট হয়েছে। ছবি: রয়টার্স
সতীর্থরা মাঠে লড়াই করছে। মেসির নিজেকে সংবরণ করতে নিশ্চয়ই কষ্ট হয়েছে। ছবি: রয়টার্স
বাবা যখন অন্য দিকে মনোযোগি তখন কি দেখছিলেন থিয়াগো? ছবি: এএফপি
বাবা যখন অন্য দিকে মনোযোগি তখন কি দেখছিলেন থিয়াগো? ছবি: এএফপি
মাথা তুলে কি ভাবছেন মেসি? কবে মাঠে নামতে পারবেন? ছবি: এএফপি
মাথা তুলে কি ভাবছেন মেসি? কবে মাঠে নামতে পারবেন? ছবি: এএফপি
গ্যালারিতে মেসির উপস্থিতি মানেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। ছবি: এএফপি
গ্যালারিতে মেসির উপস্থিতি মানেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। ছবি: এএফপি