রিয়ালের জয় চান মেসি-রোনালদোহীন শেষ ক্লাসিকোর নায়ক

হুলিও ব্যাপতিস্তা। ছবি: টুইটার
হুলিও ব্যাপতিস্তা। ছবি: টুইটার
>স্প্যানিশ লা লিগায় আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গত ১১ বছরে এই প্রথম মেসি-রোনালদো ছাড়া মাঠে গড়াচ্ছে ‘এল ক্লাসিকো’। মেসি-রোনালদো ছাড়া সর্বশেষ ক্লাসিকোয় গোল করে রিয়ালকে জিতিয়েছিলেন হুলিও ব্যাপতিস্তা। এই ব্রাজিলিয়ানের বিশ্বাস, আজ মৌসুমের প্রথম ক্লাসিকো রিয়ালই জিতবে

‘এল ক্লাসিকো’য় লড়ছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দৃশ্যটা গত এক দশকেরও বেশি সময় ধরে পরিচিত। কিন্তু আজ তা আর দেখা যাবে না। রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদো পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। মেসি অবশ্য বার্সাতেই আছেন। তবে হাত ভেঙে যাওয়ায় আজ মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় তিনি খেলবেন না। মেসি-রোনালদো ছাড়া এল ক্লাসিকো—কেমন বিরল দৃশ্য, তাই না? গত ১১ বছরের কথা মাথায় নিলে তো বটেই।
মেসি-রোনালদো ছাড়া সর্বশেষ এল ক্লাসিকো ২০০৭ সালে। এবারের মতো সেই ম্যাচও গড়িয়েছিল বার্সার মাঠ ন্যু ক্যাম্পে। মেসি-রোনালদোর অনুপস্থিতিতে সেই ম্যাচে রিয়ালের নায়ক হয়েছিলেন এমন একজন যিনি এখন প্রায় বিস্মৃত হওয়ার পথে। রিয়াল মাদ্রিদ, রোমা ঘুরে ৩৮ বছর বয়সী সেই অ্যাটাকিং মিডফিল্ডার এখন রোমানিয়ার ক্লাব সিএফআর ক্লুজ-এ। তিনি হুলিও ব্যাপতিস্তা। তাঁর দুর্দান্ত গোলেই ১-০ গোলের জয় পেয়েছিল রিয়াল।

লাসানা দিয়ারা ও রুদ ফন নিস্তেলরুইয়ের সঙ্গে বল আদান-প্রদানের পর বার্সার বক্সের মধ্যে থেকে চকিত শটে গোল করেছিলেন ব্যাপতিস্তা। সেই গোল প্রসঙ্গে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে এই ব্রাজিলিয়ান বলেন, ‘গোলকিকের পর মাঝমাঠে আমরা বল পেয়ে যাই। লাসানা দিয়ারা থেকে বলটা পাই এরপর নিস্তেলরুইকে দিই। রাফায়েল মার্কেজের (বার্সা ডিফেন্ডার) পেছনে থেকেই শট নিতে পেরেছিলাম। শটটা ভালোভাবে নিতে না পারলে গোল হতো না।’

রিয়ালে মাত্র তিন বছর ছিলেন ব্যাপতিস্তা। মাদ্রিদের ক্লাবটির জার্সিতে ওই গোলটাই তাঁরা সেরা মুহূর্ত কিনা, এ প্রশ্নের জবাবে ব্যাপতিস্তা বলেন, ‘জানি না। তবে এটা জানি ওই গোলটি দিয়ে ক্লাসিকোর ইতিহাসে নাম লেখাতে পেরেছি।’ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আগুনে লড়াই বলেই ম্যাচে যে কোনো কিছু ঘটতে পারে বলে মনে করেন ব্যাপতিস্তা। বাজে ফর্মে থাকায় রিয়াল এ ম্যাচে কিছুটা পিছিয়ে থাকবে বলেও মনে করছেন তিনি। এখান থেকে জয় তুলে নিতে ‘নিখুঁত পারফরম্যান্স’-এর বিকল্প নেই বলেও মনে করছেন ব্যাপতিস্তা। যেমনটি তাঁদের দল দেখিয়েছিল ২০০৭ সালের সেই ক্লাসিকোয়।

তবে ব্যাপতিস্তার বিশ্বাস, ম্যাচটা রিয়ালই জিতবে, ‘আমি মনে করি রিয়াল ১-০ গোলে জিতবে। সেদিন যেভাবে আমরা জিতেছিলাম। দেখা যাক ভাগ্য সহায় কিনা।’ ব্রাজিলিয়ান হিসেবে ব্যাপতিস্তা চাচ্ছেন, রিয়ালের জয়সূচক গোলটা আসুক কোনো ব্রাজিলিয়ানের কাছ থেকে, ‘আমি চাই মার্সেলো গোল করুক। কারণ সে আমার সতীর্থ ছিল। এটা হবে আরেকটি মনে রাখার মতো স্মৃতি।’