নতুন বিতর্কের জন্ম দিলেন কোহলি

ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছবি: টুইটার
ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছবি: টুইটার
>ত্রিশতম জন্মদিনে অফিশিয়াল অ্যাপ চালুর পর কথার লড়াইয়ে কাউকে ছাড় দিচ্ছেন না বিরাট কোহলি। ক্রিকেটার কিংবা ভক্ত—কাউকেই না

মাঠের বাইশ গজে তাঁর ব্যাট চাবুকের মতো চলে। মাঠের বাইরেও ইদানীং চাবুকের মতো কথা চালাচ্ছেন বিরাট কোহলি। বিশেষ করে, নিজের ত্রিশতম জন্মদিনে অফিশিয়াল অ্যাপ চালুর পর থেকে। এই অ্যাপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নানা প্রশ্ন আর খুদে বার্তার জবাব দিচ্ছেন ভারতীয় অধিনায়ক। আর জবাবগুলোও হচ্ছে চাবুকের মতো। কী ভক্ত, কী ক্রিকেটার—কোহলি কাউকেই এতটুকু ছাড় দিচ্ছেন না!

কিছুদিন আগে এই অ্যাপেই এক ভক্ত ভারতীয় ব্যাটসম্যানদের অপছন্দের কথা জানিয়ে বলেছিলেন কোহলি অতি-মূল্যায়িত ব্যাটসম্যান। জবাবে কোহলি সেই ভক্তকে বলেছিলেন, ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য। এ নিয়ে তুমুল সমালোচনা হয়েছে এখনো চলছে। কোহলি পরে টুইটারে নিজ বক্তব্যের ব্যাখ্যা দিলেও বুঝিয়ে দিয়েছিলেন নিজের অবস্থান থেকে এতটুকু নড়েননি। এবার আরেকটি বিষয়ে বিতর্কের আগুন উসকে দিলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সেটি তাঁর পুরোনো একটি পোস্ট নিয়ে। যেটি একটি ছবি—জীবনসঙ্গী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন কোহলি।

সেই ছবি নিয়েও ভক্তরা রসিকতা করতে ছাড়েনি। নানা রকম ‘ট্রল’ হয়েছে এই ছবি নিয়ে। আর এই ‘ট্রল’-এর মিছিলে যোগ দেন ভারতের খ্যাতনামা স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও ইউটিউব ব্যক্তিত্ব অতুল খাত্রি। কোহলি, আনুশকা ও মোদীর ছবি পোস্ট করে খাত্রি মন্তব্য করেন, এই দম্পতি মোদীর কাছে নিজেদের আধার কার্ড ও কেওয়াইসি ফর্ম জমা দেওয়ার জন্য গিয়েছিলেন। আধার কার্ড হলো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের মতোই—যার মাধ্যমে নানারকম সেবা পেয়ে থাকেন ভারতীয় নাগরিকেরা। সে যাই হোক, খাত্রির এই মন্তব্যের জুতসই জবাবই দিয়েছেন কোহলি, ‘আমি নিশ্চিত, আপনাদের অলস সময় প্রচুর। ফলদায়ক কোনো কাজ করুন। একটি ছবি দেখে আপনারা দশরকম ভাবেন। আমরা শুধু বিয়ের দাওয়াত দিতে গিয়েছিলাম (মোদীর কাছে)। আপনাদের কল্পনাশক্তি আছে বটে!’

এখানেই শেষ নয়। দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিনার পল হ্যারিসকেও সপাটে ড্রাইভ করেছেন কোহলি। এ বছরের মার্চে আইসিসির সমালোচনা করে একটি টুইট করেছিলেন হ্যারিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্টিভ স্মিথের সঙ্গে বাদানুবাদে জড়ানোয় প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকে কয়েক টেস্ট নিষিদ্ধ করেছিল আইসিসি। এ নিয়ে আইসিসির সমালোচনায় কোহলির প্রসঙ্গ তুলে আনেন হ্যারিস। এ বছরের শুরুতে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের প্রসঙ্গ টেনে হ্যারিস টুইট করেছিলেন, ‘সবাই তো এমন করে। দক্ষিণ আফ্রিকায় তিন টেস্টেই কোহলিকে ভাঁড়ের মতো আচরণ করতে দেখেছি। কিছুই হয়নি। মনে হচ্ছে, রাবাদা অথবা প্রোটিয়াদের সঙ্গে কোনো ব্যক্তিগত ঝামেলা আছে আইসিসির।’

তখন হ্যারিসের এই টুইটের কোনো জবাব দেননি কোহলি। অ্যাপে এক ভক্ত কোহলিকে হ্যারিসের সেই টুইট স্মরণ করিয়ে দেওয়ার পর আর ছাড় দেননি এই ব্যাটসম্যান। এমন ভাব করেন যে, হ্যারিসকে তিনি চেনেন-ই না! কোহলির জবাব ছিল, ‘এটা কখন কার কথা? আমরা যখন দক্ষিণ আফ্রিকা সফরে ছিলাম তখন? পল হ্যারিসটা আবার কে? দেখে তো ক্রিকেটারের মতোই লাগছে।’

কোহলি যে আরেকটি বিতর্কের আগুন উসকে দিলেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

পল হ্যারিসকে নিয়ে কোহলির জবাবের ভিডিও লিংক: