বাদল রায়কে সরিয়ে ডেভেলপমেন্ট কমিটির প্রধান সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ফাইল ছবি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ফাইল ছবি
>বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সহসভাপতি বাদল রায়কে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সহসভাপতি বাদল রায়কে। তাঁর স্থলে বসেছেন খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত হয়েছে বিষয়টি। যা নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

চলতি বছর জুনে হঠাৎ করেই বিলুপ্ত করা হয়েছিল ফেডারেশনের ১৪টি স্ট্যান্ডিং কমিটি। কিন্তু বহাল রাখা হয়েছিল সভাপতির পদ। কিন্তু ডেভেলপমেন্ট কমিটির সভাপতির পদ থেকে দেওয়া হলো বাদলকে। যদিও বাফুফের জরুরি কমিটি, অর্থ কমিটি ও জাতীয় দল কমিটির সদস্যপদে বহাল রাখা হয়েছে জাতীয় দলের সাবেক এই ফুটবলারকে।

এছাড়া আজকের সভায় পাতানো ম্যাচ খেলা দুটি দলকেও দেওয়া হয়েছে মুক্তি। শেষ প্রথম বিভাগে পাতানো খেলার অভিযোগে ঢাকা ইউনাইটেড ও ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ারকে নামিয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয় বিভাগে। কিন্তু আজকের সভায় ক্লাব দুটিকে আবার ফিরিয়ে আনা হয়েছে প্রথম বিভাগে।