তাইজুলের অবিশ্বাস্য ক্যাচে ফিরলেন টেলর

এই মুহূর্তে জিম্বাবুয়ের বড় ভরসা ব্রেন্ডন টেলর। ছবি: শামসুল হক
এই মুহূর্তে জিম্বাবুয়ের বড় ভরসা ব্রেন্ডন টেলর। ছবি: শামসুল হক
>

দ্রুত ৫ উইকেট পড়ে গেলেও পিটার মুর আর ব্রেন্ডন টেলরের জুটিতে লড়াই করছিল জিম্বাবুয়ে। তবে দুজনকেই ফিরিয়ে দিনের শেষ সেশনে জিম্বাবুয়েকে গুটিয়ে দেওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশের বোলাররা

তাইজুল ইসলামের স্পিনে বেশ বিপাকে পড়লেও ব্রেন্ডন টেলর আর পিটার মুরের জুটিতে পাল্টা লড়াই করছিল জিম্বাবুয়ে। ১৩৯ রানের জুটি গড়েছিলেন এই দুই ব্যাটসম্যান। ব্যক্তিগত ৮৩ রানে মুরকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন আরিফুল হক। টেষ্টে এটাই প্রথম উইকেট আরিফুলের। অন্য প্রান্তে টেষ্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি টেলর। ১১০ রানে মিড উইকেট অঞ্চলে তাইজুল ইসলামের অবিশ্বাস্য ক্যাচের শিকার হন তিনি।

মিরাজের বলে স্লগ সুইপ করেছিলেন টেলর। শূণ্যে লাফিয়ে ক্যাচটি মুঠোবন্দী করেন তাইজুল। ঠিক এক বল পরেই মাভুতাকেও ফিরিয়েছেন মিরাজ। তিন ডেলিভারির ব্যবধানে দুই উইকেট ফেলে তৃতীয় দিনের শেষ সেশনের মধ্যে জিম্বাবুয়েকে গুটিয়ে দেওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন মিরাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর ৮ উইকেটে ২৯২। হাতে ২ উইকেট রেখে ২৩০ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।

সিলেট টেস্টে বাংলাদেশের শোচনীয় হার হলেও তাইজুল ছিলেন ব্যতিক্রম। দুই ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ের ১১ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এই বাঁহাতি বোলার যে জিম্বাবুয়ের জন্য বড় এক জুজু, সেটি প্রমাণিত হলো ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। বাংলাদেশের ৫২২ রানের জবাবে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই যে জিম্বাবুয়ের ৫ উইকেট নেই, তার পূর্ণ কৃতিত্ব নাটোরের এই স্পিনারেরই। ৫১ রানে ৪ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে বেশ বিপাকেই ফেলেছিলেন তাইজুল। অপর উইকেটটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

কাল শেষ বিকেলেই তিনি তুলে নিয়েছিলেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার উইকেট। তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের প্রথম সাফল্যটাও আসে তাইজুলের হাত ধরেই। তাঁর বলেই ডেনাল্ড তিরিপানো ক্যাচ দিয়েছেন মেহেদী হাসান মিরাজকে। মজার ব্যাপার, কাল বিকেলেও মাসাকাদজা ক্যাচ দিয়েছিলেন মিরাজকে। জিম্বাবুয়ের জন্য বড় ধাক্কা হয় ব্রায়ান চারির উইকেট হারানো। ৫৩ রানের ইনিংস খেলে মেহেদী হাসান মিরাজের বলে মুমিনুলকে ক্যাচ দিয়েছেন তিনি।

মিরাজের বলটি চারির গ্লাভস ছুঁয়ে শর্ট লেগে গিয়েছিল মুমিনুলের তালুতে। তবে আম্পায়ার ওই মুহূর্তে আউট ঘোষণা করেননি তাঁকে। রিভিউ নিয়ে সফল হয়েছে বাংলাদেশ। আল্ট্রাএজে দেখা যায়, বল ছুঁয়ে গেছে চারির গ্লাভস।

তাইজুল তুলে নিয়েছেন ৪ উইকেট। ছবি: শামসুল হক
তাইজুল তুলে নিয়েছেন ৪ উইকেট। ছবি: শামসুল হক

ভালো খেলছিলেন চারি। ভয়ভীতি দূরে ঠেলে বাংলাদেশের বোলারদের ওপর দারুণভাবে চড়াও হয়েছিলেন। অধিনায়ক মাহমুদউল্লাহর কপালে চিন্তার ভাঁজও ফেলেছিলেন । তবে চারির উইকেটটি তুলে নেওয়ার পর জিম্বাবুয়েকে রীতিমতো বিপাকেই ফেলে দিয়েছেন তাইজুল, শন উইলিয়ামস ও সিকান্দার রাজার ২ উইকেট তুলে নিয়ে। দুইজনকেই বোল্ড করেন তাইজুল।