বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে তৃতীয় দিনের স্কোরকার্ড দেখুন এখানে

তৃতীয় দিনের শেষ সেশনে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ছবি: শামসুল হক
তৃতীয় দিনের শেষ সেশনে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ছবি: শামসুল হক

মিরপুর টেস্টে তৃতীয় দিনে ৩০৪ রানে প্রথম ইনিংসে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। এতে নিজেদের প্রথম ইনিংসে ২১৮ রানে এগিয়ে রইল বাংলাদেশ। এই টেস্টে তৃতীয় দিনের স্কোরকার্ড দেখুন এখানে:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫২২/৭ ডিক্লে:।

    

জিম্বাবুয়ে (প্রথম ইনিংস)

রান

বল

মাসাকাদজা ক মিরাজ ব তাইজুল

১৪

৪৪

চারি ক মুমিনুল ব মিরাজ

৫৩

১২৮

তিরিপানো ক মিরাজ ব তাইজুল

৪৬

টেলর ক তাইজুল ব মিরাজ

১১০

১৯৪

১০

উইলিয়ামস ব তাইজুল

১১

২৮

রাজা ব তাইজুল

১২

মুর এলবিডব্লিউ আরিফুল

৮৩

১১৪

১২

চাকাভা ক মুমিনুল ব তাইজুল

১০

৪২

মাভুতা ক আরিফুল ব মিরাজ

জার্ভিস অপরাজিত

২৩

চাতারা (আহত, অনুপস্থিত)

অতিরিক্ত (বা ৫, লেবা ১)           

মোট (১০৫.৩ ওভারে, অলআউট)           

৩০৪

উইকেট পতন: ১–২০ (মাসাকাদজা, ১৪.১), ২–৪০ (তিরিপানো, ২৮.৪), ৩–৯৬ (চারি, ৪১.৪), ৪–১২৯ (উইলিয়ামস, ৫০.৫), ৫–১৩১ (রাজা, ৫৪.৫), ৬–২৭০ (মুর, ৯১.৬), ৭–২৯০ (টেলর, ৯৮.১), ৮–২৯০ (মাভুতা, ৯৮.৩), ৯–৩০৪ (চাকাভা, ১০৫.৩)।

বোলিং: মোস্তাফিজ ২১–৮–৫৮–০, খালেদ ১৮–৭–৪৮–০, তাইজুল ৪০.৩–১০–১০৭–৫, মিরাজ ২০–৩–৬১–৩, মাহমুদউল্লাহ ২–০–১৪–০, আরিফুল ৪–২–১০–১।

                                             —তৃতীয় দিন শেষে।