বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে চতুর্থ দিনের স্কোরকার্ড দেখুন এখানে

টেলর বড় বাধা হয়ে আছেন বাংলাদেশের সামনে। ছবি: এএফপি
টেলর বড় বাধা হয়ে আছেন বাংলাদেশের সামনে। ছবি: এএফপি

মিরপুর টেস্ট জয়ের জন্য কাল শেষ দিনে ৩৬৭ রান করতে হবে জিম্বাবুয়েকে। ৪৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আজ ২ উইকেটে ৭৬ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে জিম্বাবুয়ে। কাল লক্ষ্য ছোঁয়ার আগেই জিম্বাবুয়ের বাকি ৭ উইকেট তুলে নিতে পারলে জয় দেখবে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলার স্কোরকার্ড দেখুন এখানে:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫২২/৭ ডিক্লেয়ার

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৩০৪          

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)

রান

বল

লিটন ব জার্ভিস

১৪

ইমরুল ক মাভুতা ব জার্ভিস

১২

মুমিনুল ক চাকাভা ব তিরিপানো

মিঠুন ক চাকাভা ব রাজা

৬৭

১১০

মুশফিক ক মাভুতা ব তিরিপানো

১৯

তাইজুল ক চাকাভা ব জার্ভিস

১০

মাহমুদউল্লাহ অপরাজিত

১০১

১২২

আরিফুল ব উইলিয়ামস

মিরাজ অপরাজিত

২৭

৩৪

অতিরিক্ত (বা ৫, লেবা ১, ও ১)           

মোট (৫৪ ওভারে, ৬ উইকেটে, ডিক্লেয়ার)           

২২৪

উইকেট পতন: ১–৯ (ইমরুল, ৪.১), ২–১০ (লিটন, ৪.৩), ৩–১০ (মুমিনুল, ৫.৪), ৪–২৫ (মুশফিক, ১২.১), ৫–১৪৩ (মিঠুন, ৩৯.২), ৬–১৫১(আরিফুল, ৪২.২), ৭–৩৭৮ (আরিফুল, ১২৭.১)।

বোলিং: জার্ভিস ১১–২–২৭–২,তিরিপানো ১১–১–৩১–২, রাজা ৭–০–৩৯–১, উইলিয়ামস ১৬–২–৩৯–১, মাভুতা ৯–০–৫২–০।

জিম্বাবুয়ে (লক্ষ্য ৪৪৩)

রান

বল

মাসাকাদজা ক মুমিনুল ব মিরাজ

২৫

৬৮

চারি এলবিডব্লিউ তাইজুল

৪৩

৮২

টেলর অপরাজিত

২১

উইলিয়ামস অপরাজিত

অতিরিক্ত (বা ১, লেবা ১)           

মোট (৩০ ওভারে, ২ উইকেটে)           

৭৬

উইকেট পতন: ১–৬৮ (মাসাকাদজা, ২২.১), ২–৭০ (চারি, ২৫.৪)।

বোলিং: মোস্তাফিজ ৩–১–২–০, খালেদ ৪–১–১৫–০, তাইজুল ১৩–২–৩৪–১, মিরাজ ৭–২–১৬–১, আরিফুল ৩–১–৭–০।

                                             —চতুর্থ দিন শেষে।