তৈরি থাকতে বলা হচ্ছে সৌম্যকে

>
তৈরি হচ্ছেন সৌম্য । ছবি: প্রথম আলো।
তৈরি হচ্ছেন সৌম্য । ছবি: প্রথম আলো।

জাতীয় লিগ শেষ। লাল বলে অনুশীলন শুরু করেছেন সৌম্য সরকার। প্রস্তুতিটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কি না, এখনই বলা যাচ্ছে না। তবে সৌম্য আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে। বাঁহাতি ওপেনারকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজেও।

কামরুল ইসলামের শর্ট বলটা দারুণভাবে ডাক করলেন সৌম্য সরকার। বোলিং প্রান্তে ফিরতে ফিরতে কামরুলের রসিকতা, ‘ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কি এভাবেই ডাক করবি?’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ যখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জিততে মরিয়া, সৌম্য তখন বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করছেন লাল বলে।

জিম্বাবুয়ে সিরিজ প্রায় শেষের পথে। ক্যারিবীয়দের একটি দল এরই মধ্যে চলে এসেছে বাংলাদেশে। মিরপুর টেস্টের ফাঁকে তাই চলে আসছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সৌম্যর প্রস্তুতিটা ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজের কি না, এখনই বলা যাচ্ছে না। উইন্ডিজের বিপক্ষে টেস্ট দল এখনো ঘোষণা হয়নি। তবে সৌম্য আছেন চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচে। সাদা প্যাড পরে, লাল বলে যে অনুশীলনটা চালিয়ে যাচ্ছেন, সেটিও নির্বাচকদের নির্দেশে। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের আগ মুহূর্তে ফের তামিম ইকবাল চোটে পড়ায় সৌম্যকে ভাবনায় রেখেছেন নির্বাচকেরা। তৈরি থাকতে বলেছেন বাঁহাতি ওপেনারকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখেই তবে প্রস্তুত হচ্ছেন? কামরুলের বলটা যেভাবে ডাক করেছেন, একইভাবে প্রশ্নটার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন সৌম্য, 'নিজের কাজটা নিজে করছি। চেষ্টা করছি ফিটনেস, ব্যাটিং, বোলিং একসঙ্গে করার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে সামনে, যদি সুযোগ পাই, (জিম্বাবুয়ের বিপক্ষে) শেষ ওয়ানডের (সেঞ্চুরি) ছন্দ যেন ধরে রাখতে পারি। ভালো খেলে নিজে যেন খুশি থাকতে পারি।'

বাংলাদেশের ওপেনিং জুটির সেই পুরোনো রোগটা এখনো সারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ধারাবাহিক ব্যর্থ হয়েছে উদ্বোধনী জুটি। ওপেনিংয়ে যদি সুযোগ হয় নামার, সৌম্য তৈরি খেলতে? 'না আমি আলাদাভাবে কোনো পরিকল্পনা করিনি ওপেনিংয়ের জন্য প্রস্তুত হওয়ার। আমি শেষ যে ম্যাচগুলো খেলেছি, ন্যাশনাল লিগ, প্রস্তুতি ম্যাচ, সবগুলোই ৩ নম্বরে খেলেছি। ৩ নম্বর আর ওপেনিংয়ে খুব বেশি পার্থক্য নেই। যদি ওপেনিংয়ে সুযোগ আসে তাহলে সেখানেও নিজেকে প্রমাণের চেষ্টা করব', বলছেন সৌম্য।

জিম্বাবুইয়ান পেসাররা অনেক ভুগিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। ক্যারিবীয় পেসারদের খেলাটা যে আরও কঠিন হবে, সেটি মানছেন সৌম্য, 'ওয়েস্ট ইন্ডিজের বোলাররা খুব জোরে বোলিং করে। আমাদের উইকেটে জোরে বল খেলা একটু কঠিন। আমাদের ওই চিন্তা না করে প্রস্তুতি নেওয়া উচিত। গতি-সুইং, এসব আমাদের সামলাতে হবে। আমরাও তাদের সমকক্ষ, আমরা যে খুব খারাপ খেলছি তা নয়। আমরা যত ভালোভাবে সামলাতে পারব ততই ভালো।'

বাংলাদেশ 'এ' দলের হয়ে আয়ারল্যান্ড সফরে ভালো খেলেছেন। ভালো খেলেছেন জাতীয় লিগেও। ৫ ম্যাচে ৬৭.২৮ গড়ে করেছেন ৪৭১ রান। ৮ ইনিংসের পাঁচটিতেই খেলেছেন ৫০ পেরোনো ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরি করেছেন বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে। এখন কি বলা যায়, সেই আগের সৌম্য আবার ফিরে এসেছেন। বাঁহাতি ওপেনার হাসেন, 'আগের সৌম্য কি না, ঠিক জানি না। আগেই বলেছি নিজের তৃপ্তির জন্য খেলছি। খেলা শেষে অন্তত বাসায় গিয়ে শান্তিতে ঘুমাতে পারি।'

এদিকে সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচের দল দিয়েছে বিসিবি। রুবেল হোসেনের নেতৃত্বে এই দলে আছেন অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রিশাদ আহমেদ। আছেন এবার জাতীয় লিগে সর্বোচ্চ উইকেটশিকারি অফ স্পিনার নাঈম হাসান।

উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল:

রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ, ইবাদত হোসেন, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিঠুন ও রিশাদ আহমেদ।