রিয়াল মাদ্রিদে ফিরতেও পারেন ক্যাসিয়াস!

পোস্টের সামনে এখনো আস্থার প্রতিমূর্তি ক্যাসিয়াস। ছবি: রয়টার্স
পোস্টের সামনে এখনো আস্থার প্রতিমূর্তি ক্যাসিয়াস। ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদের ইতিহাসে খুব কম তারকাই হাসিমুখে বিদায় নিয়েছেন। আধুনিক যুগে জিনেদিন জিদান, রবার্তো কার্লোসরাই শুধু ব্যতিক্রম। তবু এতসব বিদায়ের মাঝেও ইকার ক্যাসিয়াসের বিদায়টা ক্ষত হয়ে আছে দলটির ইতিহাসে। এই ক্লাব কিংবদন্তি ও সাবেক অধিনায়ককে বেশ নিষ্ঠুরভাবেই ক্লাব ছাড়তে হয়েছিল ২০১৫ সালে। বাজে ফর্মের কারণে রিয়াল মাদ্রিদ ছেড়ে এফসি পোর্তোয় চলে যেতে হয়েছিল ক্যাসিয়াসকে। গত চার বছরে রিয়ালকে ভুল প্রমাণ করেছেন, তবু ক্লাবের প্রতি ভালোবাসা কাটেনি এই কিংবদন্তির। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে যদি রিয়াল ডাকে এখনো ফিরে আসবেন তিনি।

হোর্হে ভালদানোর এক অনুষ্ঠানের অতিথি হয়েছেন ক্যাসিয়াস। এখনো প্রচারে অপেক্ষায় থাকা এ অনুষ্ঠানের কিছু চুম্বক অংশ প্রকাশিত হয়েছে। সেখান থেকেই জানা গেছে এই বিস্ময়কর তথ্য। ৩৭ বছরেও দুর্দান্ত ফর্মে আছেন । লিগে মাত্র ২ ম্যাচে গোল খেয়েছেন। কাপের ম্যাচগুলোতেও দলের আস্থার প্রতীক ক্যাসিয়াস। এ মৌসুমে প্রতি ১৩৫ মিনিটে এক গোল হজম করেছেন ক্যাসিয়াস। আর এখন স্পেনের সেরা গোলরক্ষক বলে বিবেচিত ডেভিড ডে হেয়া এ মৌসুমে খুব বাজে সময় কাটাচ্ছেন। বিশ্বকাপে প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সের পর এ মৌসুমে এখন পর্যন্ত প্রতি ৬২ মিনিটে ১ গোল হজম করছেন ডে হেয়া।

এমন অবস্থায় অনেকে স্প্যানিশ দর্শকই জাতীয় দলে ক্যাসিয়াসকে দেখতে চান। ক্যাসিয়াসও এমন সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না, সে সঙ্গে জানিয়ে দিয়েছেন শুধু স্পেন দল নয় রিয়াল মাদ্রিদ ডাকলেও তিনি সে ডাকে সারা দেবেন, ‘যদি দল আমাকে ডাকে তবে কেন নয়? আমি ধন্য হব। যদি মাদ্রিদ ডাকে, তাহলেও কি আসব? অবশ্যই, কারণ আমি যেখানে বেড়ে উঠেছি তাকে আমি ভুলতে পারি না...’

ক্যাসিয়াসের এমন উত্তরে বিস্ময় জাগতেই পারে। ২০১২/১৩ মৌসুমে তাঁকে বসিয়ে রেখে ডিয়েগো লোপেজকে মূল গোলরক্ষক বেছে নিয়েছিলেন হোসে মরিনহো। পরের মৌসুমে কার্লো আনচেলত্তি এলেও অবস্থা খুব একটা বদলায়নি। লিগে লোপেজই আনচেলত্তির দলকে সামলেছেন। আর কাপে গোলরক্ষকের দায়িত্ব পালন করে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ক্যাসিয়াস। পরের মৌসুমটা নিজের স্থান ফিরে পেলেও। ২০১৫/১৬ মৌসুমে অনেকটা জোড় করেই তাঁকে পোর্তোয় পাঠিয়েছে রিয়াল। তবু কেন ফিরবেন ক্যাসিয়াস? ক্লাব কিংবদন্তির জবাবে রিয়ালের প্রতি কৃতজ্ঞতা, ‘আমার ধারণা সফল একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমার ধারণা, আমি যদি রিয়ালে থেকে যেতাম তাহলে আমার বিদায় আরও বাজে হতে পারত।’