বোল্টে আটকা পড়েছে পাকিস্তান

বোল্টের দারুণ বোলিং পাকিস্তানকে বেশি এগোতে দেয়নি। ছবি: এএফপি
বোল্টের দারুণ বোলিং পাকিস্তানকে বেশি এগোতে দেয়নি। ছবি: এএফপি

দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারানোর পরও নিউজিল্যান্ড পিছিয়ে আছে ১৮ রানে। এটুকু পড়েই মনে হতে পারে, নিউজিল্যান্ডের জন্য দ্বিতীয় দিনটা খুব বাজে কেটেছে। কিন্তু বাস্তবতা হলো, প্রথম দিন শেষে এমন একটি দিন কাটাতে পেরে খুশি হবে সফরকারীরা। পাকিস্তানকে ২২৭ রানে অলআউট করে দ্বিতীয় দিন শেষে মাত্র ১ উইকেট হারিয়েই ৫৬ রান তুলেছে নিউজিল্যান্ড। উইকেটে এখনো অপরাজিত আছেন মূল ব্যাটিং ভরসা ২৭ রানে।

নিউজিল্যান্ডের ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দিয়েছেন ট্রেন্ট বোল্ট। স্পিন বান্ধব উইকেটে দুর্দান্ত বোলিং করেছেন বোল্ট । প্রথম স্পেলেই ৫ ওভারে ৩ মেডেনসহ ২ রান দিয়ে নিয়েছেন আজহার আলীর উইকেট। পাকিস্তানের ইনিংস শেষে তাঁর বোলিং ফিগারটা রূপ নিয়েছে ১৮.২ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট। নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও অভিষিক্ত অ্যাজাজ প্যাটেল।

পাকিস্তানের লিড নেওয়ার পথে বড় ভূমিকা রেখেছেন বাবর আজম (৬২)। হারিস সোহেল (৩৮) ও আসাদ শফিকও (৪৩) অবদান রেখেছেন। পঞ্চম উইকেট জুটিতে শফিক ও বাবর মিলে ৮৩ রান তুলেই পাকিস্তানের লিড নিশ্চিত করেছেন। ৫০ রানে শেষ ৫ উইকেট হারানোয় লিডটা এক শ ছাড়ায়নি পাকিস্তানের।