মানজুকিচের গোলে শেষ ষোলোতে জুভেন্টাস

রোনালদোর (বাঁয়ে) বাড়ানো বল থেকেই গোল করেন মানজুকিচ (ডানে)। ছবি: এএফপি
রোনালদোর (বাঁয়ে) বাড়ানো বল থেকেই গোল করেন মানজুকিচ (ডানে)। ছবি: এএফপি
>উয়েফা চ্যাম্পিয়নস লিগে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ম্যাচের একমাত্র গোলটি করেন মানজুকিচ। এ জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে জুভেন্টাস।

পাঁচ ম্যাচে চার জয় আর এক হার নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠেছে আলেগ্রির শিষ্যরা। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে বল দখলে এগিয়ে ছিল জুভেন্টাসই। স্বাগতিকদের একের পর এক আক্রমণে আর গোলমুখে শট আটকে ব্যস্ত ছিল অতিথি শিবিরের রক্ষণ। শেষ পর্যন্ত নিজের জাল অক্ষত রাখতে পারেনি ভ্যালেন্সিয়া। ১-০ গোলের ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। 

৩২টি ফাউলের ম্যাচটিতে আর যা-ই হোক ভালো ফুটবল নিশ্চয় হয়নি। ম্যাচে ভ্যালেন্সিয়ার ৫ জন আর জুভেন্টাসের ৩ জন দেখেছেন হলুদ কার্ড। আক্রমণ আর বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইতালিয়ান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে রোনালোদোর বাড়ানো বল থেকে গোল করেন মানজুকিচ। এরপর গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয় অতিথিরা। ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ পায় জুভেন্টাসও। তবে কোনো দলই সুযোগ কাজে লাগাতে পারেনি। স্কোরলাইন ১-০তেই খেলা শেষ হয়।
গ্রুপ ‘এইচ’থেকে শেষ ষোলোয় জুভেন্টাসের সঙ্গী ম্যানইউ।