ধবলধোলাই নিয়ে ভাবছেন না মুমিনুল

রেকর্ড-পরিসংখ্যান নয়, মুমিনুল চান দলে অবদান রাখতে। ছবি: প্রথম আলো
রেকর্ড-পরিসংখ্যান নয়, মুমিনুল চান দলে অবদান রাখতে। ছবি: প্রথম আলো
>ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। পরশু থেকে শুরু মিরপুর টেস্টে জিতলেই ক্যারিবীয়দের ধবলধোলাই। মুমিনুল জানালেন, বাংলাদেশ জয়ের ধারাটা ধরে রাখতে চায়। সেটি হলে ধবলধোলাই এমনি হয়ে যায়। আর ধবলধোলাই হলে নেওয়া হবে বদলা!

‘প্রতিশোধ’ শব্দটার আশপাশেও যেতে চান না বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। যাকেই বলা হয় প্রতিশোধ নিতেই কি তবে মিরপুর টেস্টে খেলতে নামছে বাংলাদেশ, ‘আরে না’ বলেই এড়িয়ে যেতে চান। যতই এড়িয়ে যেতে চান, কিন্তু মনের ভেতর অ্যান্টিগা-জ্যামাইকার দুঃসহ স্মৃতি ঠিকই ঘুরপাক খায়! ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্টে যেভাবে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ, সে অবস্থা এখন ওয়েস্ট ইন্ডিজেরই।

ধবলধোলাই হলে নেওয়া হবে প্রতিশোধও। দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা মুমিনুল হক সরাসরি বলেননি। তবে আকার-ইঙ্গিতে যেটি বলেছেন, সেটির অর্থ ক্যারিবীয়দের ধবলধোলাইয়ের লক্ষ্যেই নামবে বাংলাদেশ, ‘আমরা আগের ম্যাচে জিতেছি, এই টেস্টেও জিততে নামব।’ মুমিনুল আরেকটু ব্যাখ্যা করলেন, ‘আমরা জিততে চাই, জেতার জন্যই খেলব। ম্যাচ জিততে পারলে ধবলধোলাই এমনি হয়ে যাবে। যদি আগে থেকে চিন্তা করেন ধবলধোলাই করব, তাহলে মনোযোগটা আসল জায়গা থেকে সরে যাবে। আপনি যদি চিন্তা করেন টেস্ট জিততে চান, এমনি হয়ে যাবে।’

দুর্দান্ত ছন্দে আছেন মুমিনুল। এ বছর ৭ টেস্টে করেছেন ৪ সেঞ্চুরি। দুটি সেঞ্চুরি এসেছে শেষ দুই টেস্টে। পুরস্কারও পেয়েছেন মুমিনুল। সবশেষ আইসিসির টেস্টে র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৪ নম্বরে এসে পৌঁছেছেন। মুমিনুলের সামনে আরও কিছু রেকর্ডের হাতছানি। মিরপুর টেস্টে সেঞ্চুরি করলেই একই সঙ্গে দুজনকে ছাড়িয়ে যাবেন। এ বছর টেস্টে ৪ সেঞ্চুরি করে কোহলিকে ছুঁয়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৮ সেঞ্চুরির রেকর্ডে তামিম ইকবালকেও ছুঁয়েছেন। আগামী পরশু বছরের শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। মুমিনুলের লক্ষ্য দুটি রেকর্ডে কোহলি-তামিমকে ছাপিয়ে যাওয়া নয়, তিনি শুধু চান দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে, ‘কোনো সময় এভাবে চিন্তা করিনি যে বছরটা শেষ হবে সেঞ্চুরি মেরে। ওভাবে চিন্তা করলে ভালো খেলাটা কঠিন। সব সময় যে জিনিসটা চিন্তা করি প্রতিটি ম্যাচে একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য কিছু করা। সবারই এই ইচ্ছে থাকে। আমিও চেষ্টা করব শেষ ম্যাচে এমন কিছু অবদান রাখতে যাতে আমার দল জিততে পারে। এইভাবে চিন্তা করলে আমার মনে হয় ভালো করাটা সহজ হয়ে যায়।’

টেস্ট ক্যারিয়ারে তিনটা ১৫০ পেরোনো ইনিংস খেলেছেন। এখনো ডাবল সেঞ্চুরি করা হয়নি। মুমিনুল অবশ্য এসব নিয়ে ভাবতেই চান না, ‘এসব নিয়ে যদি চিন্তা করি তাহলে সমস্যা হয়। যদি সব সময় চিন্তা করেন ১৫০ করছি, ডাবল সেঞ্চুরি কেন করতে পারছি না? আমার কাছে মনে হয় ধারাবাহিক নিজের কাজটা করে যান, নিয়মিত যদি অনুশীলন করেন, এক সময় না এক সময় এটাও হয়ে যাবে। যদি বুঝতে পারি যে কেন হচ্ছে না, আপনাআপনি হয়ে যাবে আশা করি।’