দ্য ম্যান উইথ গোল্ডেন আর্ম

বল হাতে নিলেই উইকেট পাচ্ছেন সাকিব আল হাসান! ছবি: প্রথম আলো
বল হাতে নিলেই উইকেট পাচ্ছেন সাকিব আল হাসান! ছবি: প্রথম আলো
>প্রথম ওভারের জাদু পাঁচ ইনিংসেই চারবার! সাকিব আল হাসান সর্বশেষ পাঁচ ইনিংসে চারবারই নিজের প্রথম ওভারে উইকেট পেয়েছেন। অন্যবারও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। উইকেট পেয়েছিলেন নিজের দ্বিতীয় ওভারে

এর পর থেকে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে দলগুলো প্রস্তুতিতে বিশেষ আয়োজন রাখতেই পারে। একটা বিশেষ সেশন। যার শিরোনাম: হাউ টু ডিল উইথ সাকিব’স ফার্স্ট ওভার। সাকিব আল হাসানের প্রথম ওভার যে প্রতিপক্ষের জন্য বিভীষিকা হয়ে উঠেছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের জন্য।

মাঝখানে জিম্বাবুয়ে সিরিজটা খেলতে পারেননি বলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা টেস্ট খেললেন সাকিব। গত পাঁচ ইনিংসে সাকিব বল হাতে নিয়েই উইকেট পেয়েছেন। মিরপুর টেস্টে দুই ইনিংসেই প্রথম ওভারে উইকেট পেয়েছেন সাকিব। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে প্রথম ওভারে, দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভারে। সর্বশেষ কিংস্টন টেস্টেও বল হাতে নিয়েই উইকেট পেয়েছিলেন সাকিব! দ্য ম্যান উইথ গোল্ডেন আর্ম কথাটা এই মুহূর্তে সাকিবের সঙ্গে খুব মানায়। নিজের সর্বশেষ পাঁচ ইনিংসের চারটিতেই প্রথম ওভারে উইকেট পেয়েছেন, আরেকটি উইকেট পেয়েছেন দ্বিতীয় ওভারে! এর মধ্যে তিনবারই তাঁর শিকার ক্রেইগ ব্রাফেট!

মিরপুর টেস্টে দুই ইনিংসেই বোলিংয়ের শুরুটা সাকিব করেছিলেন। দুবারই তাঁর শিকার ক্যারিবীয় ওপেনার ব্রাফেট। প্রথম ইনিংসে প্রথম ওভারের শেষ বলে ব্রাফেট বোল্ড হন। ফলো অন করতে নেমেও ভারপ্রাপ্ত অধিনায়ক দলকে বিপদের মুখে ফেলে যান। এবার এলবিডব্লুর ফাঁদে পড়েন।

চট্টগ্রাম টেস্টে অবশ্য সাকিব বোলিং ওপেন করেননি। প্রথম ইনিংসে নিজেকে আক্রমণে এনেছিলেন দ্বাদশ ওভারে। প্রথম বলেই সাকিব শাই হোপকে স্রেফ বোকা বানিয়ে বোল্ড করে দেন। দ্বিতীয় ইনিংসে সাকিব বোলিং উদ্বোধন করলেও ওই ওভারে উইকেট পাননি। পেয়েছেন নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে। কাইরন পাওয়েল ডাউন দ্য উইকেটে এসে মারতে গেলেন কী বুঝে কে জানে। পড়ে গেলেন স্টাম্পিংয়ের ফাঁদে। সেটি ছিল সাকিবের টেস্টে ২০০তম উইকেট।

এই টেস্টে চার ইনিংসে তিনবারই সাকিব প্রথম ওভারেই উইকেট পেয়েছেন। অন্য উইকেটটি পেয়েছেন দ্বিতীয় ওভারে। সাকিবের সর্বশেষ ইনিংসেও নিজের প্রথম ওভারে উইকেট আছে। সেটি ওয়েস্ট ইন্ডিজ সফরে, জ্যামাইকার কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে।

সেটি ছিল সাকিবের প্রথম আর ইনিংসের অষ্টম ওভার। ব্রাফেটকে বোল্ড করে দেন সাকিব।