বেলকে আর সতীর্থ হিসেবে চান না রোনালদো

বেল নয়, জুভেন্টাসে রোনালদো চাইছেন অন্য কাউকে
বেল নয়, জুভেন্টাসে রোনালদো চাইছেন অন্য কাউকে
রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসার পাঁচ মাস হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। নতুন দলে পুরোনো কোন সতীর্থকে চান তিনি?


ক্লাব ফুটবলে যা যা জেতা যায়, তার সবকিছুই রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন চ্যালেঞ্জের খোঁজে এ মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়েছেন। জুভেন্টাসও স্বপ্ন দেখছে, বাইশ বছর ধরে অধরা থাকা চ্যাম্পিয়নস লিগটাও রোনালদোর হাত ধরেই আসবে। কিন্তু জুভেন্টাস কি চ্যাম্পিয়নস লিগ জেতার মতো যথেষ্ট শক্তিশালী দল? নাকি রোনালদোর মতো টানা তিনবারের চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়াল মাদ্রিদ থেকে আরও খেলোয়াড় নিয়ে আসা লাগবে তাদের? রোনালদোর মতে তাঁর সাবেক ক্লাব থেকে আর তেমন খেলোয়াড় আনার দরকার নেই জুভেন্টাসের।

রিয়াল মাদ্রিদে থাকার সময় গ্যারেথ বেলের সঙ্গে রোনালদোর একটা অলিখিত লড়াই লেগেই থাকত। কে কত ভালো খেলতে পারেন রিয়ালের হয়ে, নীরব প্রতিযোগিতা লেগেই থাকত। বেলকে কি রোনালদো জুভেন্টাসে সতীর্থ হিসেবে চান? রোনালদোর কথা শুনে মনে হলো না বেলকে জুভেন্টাসের দরকার আছে, ‘আমি জানি আপনারা (বিভিন্ন সংবাদমাধ্যম) অনেক কিছুই লিখে থাকেন। বেল, অ্যাসেনসিও, হামেস জুভেন্টাসে আসবে কি আসবে না সে নিয়ে আপনারা লেখালেখি করেন। কিন্তু সত্যি বলতে কি, আমার মনে হয় না এদের কাউকে জুভেন্টাসের দরকার আছে।’ তবে সুযোগ পেলে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়কে রোনালদো জুভেন্টাসে আনতে চাইবেন। কে তিনি?

‘আমার মনে হয় মার্সেলো (ব্রাজিলের লেফটব্যাক) জুভেন্টাসে আসলে জুভেন্টাসের মান বাড়বে অনেক। জুভেন্টাস সব সময়েই সেরা খেলোয়াড়দের দলে আনতে চায়, আর মার্সেলো সেসব খেলোয়াড়দের মধ্যে একজন।’ মার্সেলোকে চাইলেও বেলকে রোনালদো নিজের দলে চাচ্ছেন না, গোপনে সাবেক এই সতীর্থের প্রতি একটা খোঁচা কি দিয়ে দিলেন না তিনি?

তবে রোনালদো জানেন, তাঁর চাওয়া না চাওয়ার ওপরে জুভেন্টাসের কিছু নির্ভর করে না, জুভেন্টাসের প্রেসিডেন্ট ও কোচ যাকে চাইবেন, জুভেন্টাস তাকেই আনবে, ‘ভবিষ্যতে জুভেন্টাসে কে আসবে না আসবে এই ব্যাপারে আপনারা চাইলে আমাদের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দেখতে পারেন।’

রিয়াল মাদ্রিদে থাকার সময় মার্সেলোর সঙ্গে রোনালদোর বন্ধুত্ব ছিল অনেক। রোনালদো চলে যাওয়ার পর মার্সেলো মুষড়ে পড়েছিলেন অনেক, বেশ কয়েক বছর আগে এটাও ঘোষণা করেছিলেন, রোনালদো যেখানে যাবেন, তিনিও রোনালদোর পেছনে পেছনে সেখানে চলে যাবেন।

প্রিয় বন্ধুকে কি তবে জুভেন্টাসে চলে আসার আহ্বান জানালেন রোনালদো?