বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারায়নি!

সুনীল যোশি মনে করেন, সিরিজের নিষ্পত্তি কালই করে ফেলা ভালো! ছবি: প্রথম আলো
সুনীল যোশি মনে করেন, সিরিজের নিষ্পত্তি কালই করে ফেলা ভালো! ছবি: প্রথম আলো
৮৯ বল আর ৫ উইকেট বাকি থাকতে জয়-তবুও যোশি বলছেন, বাংলাদেশের কষ্ট হয়েছে জিততে! তিনি অবশ্য আক্ষরিক অর্থে ‘কষ্ট’ বোঝাননি। বলতে চেয়েছেন বোলারদের চেষ্টাটা ছিল অসাধারণ। আর ভালো প্রচেষ্টার পূর্ব শর্তই তো কষ্ট-পরিশ্রম।


আজ বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দল যেভাবে অনুশীলন করল তাতে মনে হলো কাল সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ হারেনি, হেরেছে বাংলাদেশ! তাদের সামনে এখন সিরিজ বাঁচানোর সমীকরণ। দ্বিতীয় ম্যাচটা জিততেই হবে—এই লক্ষ্যে কঠোর অনুশীলন করছেন ক্রিকেটাররা।

আজ ছিল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন। ঐচ্ছিক অনুশীলনে পুরো কোচিং স্টাফ তো বটেই, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, আবু হায়দার রনি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, সাইফউদ্দীনরাও এসেছেন। বাংলাদেশের ক্রিকেটাররা যখন ঘাম ঝরাচ্ছেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তখন হোটেলে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। ক্যারিবীয়রা অনুশীলন করার প্রয়োজন দেখেনি।

অনুশীলন শেষে দলের স্পিন কোচ সুনীল যোশি এলেন সংবাদমাধ্যমের সামনে। সহজ জয়ের পর আজ দলের ‘মুড’টা কেমন? প্রশ্নটা শুনেই আপত্তি করলেন বাংলাদেশ দলের ভারতীয় স্পিন কোচ, ‘সহজ জয় বলছেন? আমি তো মনে করি অনেক কষ্ট করেই জিততে হয়েছে আমাদের!’ কষ্টের জয়? ৮৯ বল আর ৫ উইকেট বাকি থাকতে জয়—তবুও যোশি বলছেন, কষ্টের জয়! বাংলাদেশ দলের স্পিন কোচ একটু ব্যাখ্যা করেই বললেন বিষয়টা, ‘ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গুঁড়িয়ে দিতে বোলাররা অনেক ভালো করেছে। ওদের ১৯০ রানে (আসলে ১৯৫) আটকে ফেলেছে। যদি আপনি আমাদের বোলিং আক্রমণের দিকে তাকান প্রত্যেকেই ভালো করছে। বেশির ভাগ বোলার ৩০ রানের বেশি দেয়নি।’ মজাটা হচ্ছে ঠিক এর পর যোশি বললেন, ‘৫ উইকেট ও ১৫ ওভার হাতে রেখে জয়—সহজ জয়ই বলতে পারেন।’

যোশি আক্ষরিক অর্থে ‘কষ্ট’ বোঝাননি। বলতে চেয়েছেন বোলারদের চেষ্টাটা অসাধারণ ছিল। আর ভালো প্রচেষ্টার পূর্ব শর্তই তো কষ্ট-পরিশ্রম। ১-০ ব্যবধানে সিরিজে যখন এগিয়ে, বাংলাদেশের সামনে সুযোগ কাল সিরিজটা নিজেদের করে নেওয়া। যোশিও মনে করেন, সুযোগটা হাতছাড়া করা যাবে না, ‘আমাদের জেতা দরকার। জয়টা খুবই গুরুত্বপূর্ণ। কাল যদি জিতি, তাহলে সব নিষ্পত্তি হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে আরও উন্নতি করা। যখন আপনার মনোযোগ জয়ে, তিন বিভাগেই আপনাকে ভালো করতে হবে।’

কাল মাশরাফিকে যখন জিজ্ঞেস করা হলো, সিরিজ নিষ্পত্তি সিলেটে না মিরপুরেই করে ফেলতে চান? বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক অবশ্য ঢাকা-সিলেট নিয়ে ভাবতে চান না, ‘সিলেটের চিন্তা এখনই করা ঠিক হবে না। আগামীকাল (আজ) আমার ঠিক ভাবে প্রস্তুতি নিতে হবে, সবাইকে আবার তৈরি হতে হবে। পরের ম্যাচটা যেন একইভাবে খেলতে পারি।’