মাশরাফির শেষ ম্যাচ কি না, মিরাজও বলতে পারলেন না

বিসিবি ও ইউনিসেফের চুক্তি অনুষ্ঠানে মিরাজ। ছবি: বিসিবি
বিসিবি ও ইউনিসেফের চুক্তি অনুষ্ঠানে মিরাজ। ছবি: বিসিবি

সিলেটে শুক্রবার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ ১-১ ব্যবধানে অমীমাংসিত থাকায় শেষ ম্যাচটা তাই নিষ্পত্তির লড়াই। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দলে উন্নতির কিছু জায়গা তুলে ধরলেন আর সিরিজ জয়ের আশাও দেখালেন। কাল ঢাকায় মাশরাফি বিন মুর্তজা শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন কি না, সে ব্যাপারে অবশ্য কিছু বলতে পারেননি মিরাজ

বাংলাদেশ দল তাহলে সিলেটের অপেক্ষায় রইল? মেহেদী হাসান মিরাজ তেমন ইঙ্গিতই দিলেন। এই অলরাউন্ডারের মতো সবাই জানে সিলেটে সিরিজের তৃতীয় ওয়ানডেটা ‘ডু অর ডাই’। মিরাজও তা বলার সঙ্গে মনে করিয়ে দিলেন, ‘বাংলাদেশের ডু অর ডাই ম্যাচগুলোই আমরা ভালো খেলি।’

মিরাজের কথার পক্ষে যুক্তি আছে। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা মনে করে দেখুন। অত দূরেও যাওয়ার দরকার নেই। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটা। ১-১ ব্যবধানে সমতায় থাকতে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আজ সংবাদমাধ্যমকে মিরাজ সেই স্মৃতিই মনে করিয়ে দিলেন, ‘এখনো তো আমরা সিরিজে আছি, লাস্ট ম্যাচ আমাদের ডু অর ডাই। আর আসলে আমাদের ডু অর ডাই ম্যাচগুলোই আমরা ভালো খেলি। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা শেষ ম্যাচে সিরিজ জিতেছিলাম।’

সিলেটে পরশু সিরিজের শেষ ওয়ানডেতেও কি তেমন কিছু ঘটবে? বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মতো মিরাজও আশায় বুক বেঁধেছেন, ‘আমাদের জন্য একটা ভালো সুযোগ পরের ম্যাচে। আশা করছি ভালোভাবেই ঘুরে দাঁড়াব।’ সিলেটে দলের উন্নতির কিছু জায়গাও তুলে ধরেছেন মিরাজ। সেটি অবশ্যই মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচের হার থেকে। ২১ বছর বয়সী এই অফ স্পিনার বলেন, ‘কাল কিন্তু আমরা খুব ভালো শুরু করেছিলাম। ফিনিশিংটা ওই রকম ভালো হয়নি। হয়তো ২০ রান আমরা কম করেছি, ২০ রান করলে হয়তো ভালো হতো।’

পেসার ও ব্যাটসম্যানদের উন্নতির জায়গাও দেখিয়ে দিলেন মিরাজ, ‘বিশেষ করে আমাদের পেস বোলারদের একটু, আমরা শেষ কয়েক ম্যাচে স্লগ ওভারে ভালো বল করি নি। আমার কাছে মনে হয় ওই সব জায়গায় উন্নতি করলে ভালো হবে। আর অবশ্যই ব্যাটসম্যানরাও ভালো করছে। এটা স্রেফ চালিয়ে যেতে হবে।’

আগামী বিশ্বকাপের আগে মিরপুরে কালকের ম্যাচটাই ছিল বাংলাদেশের শেষ ওয়ানডে। গুঞ্জন চলছে, বিশ্বকাপ খেলেই অবসর নেবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সে হিসেবে ঢাকায় (মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে) কালই কি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন মাশরাফি? প্রশ্নটির জবাব না মিললেও এটা মোটামুটি নিশ্চিত যে মাশরাফি আর কিছুদিন খেলবেন। এমনকি মাশরাফির সতীর্থ মিরাজও দিতে পারেননি এই প্রশ্নের জবাব, ‘মাশরাফি ভাই অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে। আমাদের চেষ্টা থাকবে। বলতে পারব না এটা (কাল মিরপুরে) শেষ ম্যাচ কি না, আমরা চাই মাশরাফি ভাই আরও অনেক দিন খেলুক। এটাই আমি চাই।’

কাল দ্বিতীয় ওয়ানডেতে হারের পর মাশরাফি নিজেও এড়িয়ে যেতে চেয়েছেন মিরপুরে শেষ ম্যাচের প্রসঙ্গ। কিন্তু এড়িয়ে যেতে চাইলেই কি হয়! একই প্রশ্ন দ্বিতীয়বার করার পর জবাব দেন মাশরাফি, ‘না, বলতে পারছি না। এখনই বলা কঠিন। হতেও পারে, না–ও হতে পারে।’